মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক্সে মেয়েদের বক্সিংয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন লভলিনা ও পূজা রানি। এবার কোয়র্টার ফাইনালে পৌঁছলেন আরও এক ভারতীয় বক্সার। যিনি ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন টোকিও অলিম্পিক্স থেকে পদক জয়ের। এই ভারতীয় বক্সারের নাম সতীশ কুমার। ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের সতীশ কুমার। জামাইকার রিকার্ডো ব্রাওনকে ৪-১ ব্যবধানে পরাজিত করেন সতীশ কুমার।
রেড কর্ণারে থাকা সতীশ প্রথম রাউন্ডে পাঁচ বিচারককেই নিজের পারফর্ম্যান্স দিয়ে সন্তুষ্ট করেন (১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৮)। দ্বিতীয় রাউন্ডে একজন বিচারক জামাইকান বক্সারকে এগিয়ে রাখেন। চারজন সতীশের পক্ষে (১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯) রয় দেন। তৃতীয় রাউন্ডেও চারজন বিচারকের সামনে নিজের পারফর্মেন্সে সমর্থন নিয়ে ভারতীয় তারকা (১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯) এবং টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ের শেষ আটের টিকিট নিশ্চিত করেন সতীশ কুমার।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু
কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বাখোদির জালোলভের বিরুদ্ধে খেলতে নামবেন সতীশ কুমার। কোয়ার্টার ফাইনাল বাউট জিততে পারলেই টোকিও অলিম্পিক্সে পদক জয় নিশ্চিত করবেন এই ভারতীয় বক্সার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584