শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গতকাল দুপুরে তামিলনাড়ুর নীলগিরি পর্বতের কাছে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। দূর্ঘটনায় কবলে মারা গেছেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মল্লিকা রাওয়াত সহ মোট ১৩ জন। ঐ নিহত ব্যক্তিদের মধ্যে আছেন বিপিন রাওয়াতের দেহরক্ষী বাংলার ছেলে সৎপাল রাই।
সূত্র মারফত জানা গেছে, দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা সৎপাল রাই। গতকাল সকালে পরিবারের সাথে শেষবারের মতো কথা বলেন তিনি। তাঁর কয়েক ঘন্টার মধ্যেই এমন ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ হারান তিনি ।
সৎপাল রাই এর এক ছেলে বিক্কল রাই সেনাবাহিনীতে কর্মরত ও তাঁর স্ত্রী মন্দিরা রাই, গৃহবধূ। ছেলে সেনাবাহিনীতে দিল্লিতে কর্মরত। বাবার মৃত্যুর খবর সর্বপ্রথম ছেলের কানে পৌঁছায় ফোন মারফত। তার পরেই ফোন করে দার্জিলিংয়ে নিজের বাড়িতে বাবার মৃত্যু সংবাদ পৌঁছান তিনি। দীর্ঘদিন যাবৎ সৎপাল রাই বিপিন রাওয়াতের পরিবারের দেহরক্ষী ছিলেন। উনার এভাবে মৃত্যুতে ব্যাপকভাবে ভেঙে পড়েছেন রাই পরিবার। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা সৎপাল রাই-এর মৃত্যুর খবর শোনা মাত্রই শোকজ্ঞাপন করেন।
আরও পড়ুনঃ অবশেষে চপার দূর্ঘটনায় মারা গেলেন দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584