ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।গত এক বছর থেকে টুইটারে বিজেপির বিভিন্ন পদক্ষেপের তিনি সমালোচনা করেছেন।শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল আগে থেকেই ।
উল্লেখ্য এ সপ্তাহের শুরুতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করে শত্রুঘ্ন সিনহা বলেন রাহুল গান্ধী “পরিস্থিতির মাস্টার” পাশাপাশি রাহুল গান্ধী প্রস্তাবিত নিম্ন আয় গ্যারেন্টি প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন এটি একটি মাস্টারস্ট্রোক।
সূত্রের খবর আগামী ৬ ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিতে চলেছেন এই অভিনেতা।
সংবাদসংস্থা এনডিটিভি সূত্রে খবর আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাথে বৈঠক শেষে তিনি জানান , “রাহুল গান্ধী খুব উৎসাহী ও ইতিবাচক।
আরও পড়ুনঃ কংগ্রেস ছাড়া বাকি দল দূর্নীতিগ্রস্থ দাবি পিয়া রায় চৌধুরীর
তিনি আমার প্রশংসা করে বলেন যে, আমি বিজেপির মধ্যে মর্যাদা বজায় রেখেই বিদ্রোহ ও সমালোচনা করেছি।রাহুল আমার চেয়ে ছোট,কিন্তু আজ তিনি দেশের একজন জনপ্রিয় নেতা।আমি নেহরু-গান্ধীর পরিবারের সমর্থক।আমি মনে করি তাঁরাই দেশের নির্মাতা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584