মেঘালয়ের নতুন রাজ্যপাল সত্যপাল মালিক, প্রত্যক্ষ রাজনীতিতে ফিরবেন কী তথাগত

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ তথাগত রায়ের। তাঁর জায়গায় এবার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন  সত্যপাল মালিক। মালিক, এর আগে গোয়ার দায়িত্বে ছিলেন। আপাতত মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে গোয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Tathagata Roy | newsfront.co
তথাগত রায়। ফাইল চিত্র

সত্যপাল মালিকের আমলেই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র। সেসময় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নও উঠেছিল। যার জেরে তাঁকে হঠাৎ গোয়ায় বদলি করা হয়। তথাগত রায়ের মেয়াদ শেষ হওয়ার পর সেই সত্যপালই গেলেন মেঘালয়ে। টুইট করে ইতিমধ্যেই সত্যপাল মালিককে স্বাগত জানিয়েছেন তথাগত রায়।

মেঘালয়ের রাজ্যপাল হিসাবে তথাগত রায়ের কার্যকালের মেয়াদ মে মাসেই শেষ হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁকে এতদিন কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। ৭৪ বছর বয়সী তথাগত একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। তারপর তিনি দুই রাজ্যের রাজ্যপাল হয়েছেন। ২০১৫ সালের মে মাসে তিনি ত্রিপুরার দায়িত্ব নেন। সেখান থেকে ২০১৮ সালের অগাস্টে তাঁকে পাঠানো হয় মেঘালয়ে।

আরও পড়ুনঃ সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ তথাগত’র

কিছুদিন অরুণাচল প্রদেশের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছিল। দুই রাজ্য মিলিয়ে তাঁর রাজ্যপাল পদে থাকার মেয়াদ শেষ। সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও তাঁর আলটপকা মন্তব্যের বহর থামেনি। বারবার তাঁর বিরুদ্ধে ধর্মবিদ্বেষী তথা পক্ষপাতদুষ্ট মন্তব্য করার অভিযোগ উঠেছে। যার জেরে প্রায় নিয়মিত শিরোনামে থাকতেন তথাগত রায়।

কয়েকদিন আগেই সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তথাগত রায়। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেখানে প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় ফের যদি দলে প্রবেশ করেন, তাহলে বর্তমান সমীকরণগুলি যে অনেকাংশে বদলাতে পারে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যপালদের কোনও পদের মেয়াদ থাকে না, তবে সচারচর সেটি পাঁচ বছরের হয়।

আরও পড়ুনঃ পিএম কেয়ার’র অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে জমার প্রয়োজন নেইঃ সুপ্রিম কোর্ট

তথাগত রায়ের ক্ষেত্রেও ব্যতিক্রম হল না যদিও অতীতে ১২ বছর টানা রাজ্যপাল থাকার নজিরও আছে। তিন বছর ত্রিপুরা ও দুই বছর মেঘালয়ের রাজ্যপাল ছিলেন তথাগত রায়। কিছুটা পলিটিকালি ইনকারেক্ট ভাবেই দেশ ও দশের নানান বিষয় নিয়ে টুইটারে মতামত রাখতেন। এই নিয়ে বিতর্কও ছড়িয়েছে, দাবি উঠেছে তাঁর অপসারনের, কিন্তু ভ্রুক্ষেপ করেননি তিনি।

তবে আগামী মাসে ৭৫ হয়ে যাচ্ছে তাঁর। তাই সেখানে তাঁকে ফের আবার সক্রিয় রাজনীতিতে ফেরাতে কতটা ইচ্ছুক হবে দল, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। এদিন এই খবর আসার পর তথাগত রায় টুইটারে জানান তাঁর সঙ্গে সত্যপাল মালিকের কথা হয়েছে। গোয়ার পাট গুটিয়ে সত্যপালের মেঘালয়ে যেতে একটু সময় লাগবে বলেও জানান তিনি।

তবে তিনি যে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে খুশি সেটা জানান তথাগতবাবু। তিনি বলেন যে, ২০ মে এই দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়া প্রায় শেষের মুখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here