নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সৌদি আরবের নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুলকে কারাদণ্ডে দণ্ডিত করেছে সৌদির আদালত। ২০১৮ সালে গ্রেপ্তার করা হয় হাথলুলকে, বিচারে তাঁকে ৫ বছর ৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জানা গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হাথলুলের বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা রদবদল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাথলুলের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগকে ভুয়ো বলে অভিহিত করেছেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার সংগঠনগুলি তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছে।
আরও পড়ুনঃ ব্রিটেন ফেরত ৬ ভারতীয়র শরীরে মিলল নয়া স্ট্রেনের করোনা
সৌদির একাধিক সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সু-সম্পর্কের ক্ষেত্রে হাথলুলকে গ্রেপ্তারের এই রায় অন্তরায় হতে পারে । বাইডেন ইতিমধ্যেই রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584