ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিশ্বব্যাপী করোনা সংকটের মাঝে পাঁচ বছর ব্যাপী চলা ইয়েমেন যুদ্ধে বিরতির ঘোষণা দিল সৌদি নেতৃত্বাধীন পশ্চিমা সেনাসমর্থিত জোট।
গত মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাব রুখতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
তারপরে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয় যে জাতিসংঘের চেষ্টায় , ইয়েমেন বাসীর দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ও করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে দু সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।
অন্যদিকে সৌদি রাজপরিবারের অন্তত ১৫০ সদস্য করোনা আক্রান্ত। সৌদি বাদশা সালমান রাজ পরিবার ছেড়ে জেদ্দার এক ভবনে নিরাপদ দূরত্বে থাকার জন্য অবস্থান করছেন। অন্যদিকে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানও কোন এক অজানা দ্বীপে অবস্থান করছেন বলে খবর।
যুদ্ধকালীন ইয়েমেন পরিস্থিতি বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছিল। এই যুদ্ধে প্রচুর পরিমাণ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584