মমতার আমলে কোন কৃষক আন্দোলন দেখেছেন, বঞ্চনা দায় আপনাদেরই-প্রধানমন্ত্রীকে পাল্টা সৌগত

0
73

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রধানমন্ত্রী নিজের ভাষণের মধ্যে উল্লেখ করেছিলেন, রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী কৃষক যোজনা থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত হচ্ছেন। এবার তার পাল্টা প্রত্যুত্তর দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

Saugata Roy | newsfront.co
ফাইল চিত্র

তিনি পরিষ্কার প্রধানমন্ত্রীকে বললেন, বামফ্রন্টের আমলে সিঙ্গুর নন্দীগ্রামে কৃষক আন্দোলন হয়েছে। আপনাদের সময় কেন্দ্রে কৃষক আন্দোলন হচ্ছে। কিন্তু মমতার আমলে কৃষকদের কোন আন্দোলন দেখেছেন?’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে প্রকৃত কৃষক দরদী, তা বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

প্রধানমন্ত্রী কৃষক যোজনায় বঞ্চনা প্রসঙ্গে তাঁর চাঁচাছোলা প্রতিক্রিয়া, ‘রাজ্য সরকারের কাছে টাকা পাঠিয়ে দিন। পরের দিন থেকেই ডিস্ট্রিবিশন শুরু হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘সরাসরি কৃষকদের টাকা দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মোদী সরকার। বাংলার কৃষকরা যদি কেন্দ্রের কৃষক যোজনার টাকা থেকে বঞ্চিত হন, তাহলে তার দায় মোদীর।’

আরও পড়ুনঃ আজ নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ক্লাসে উপস্থিত থাকবেন শুভেন্দুও

নয়া কৃষি আইন বাতিলের দাবিতে একমাস ধরে তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে দিল্লি-হরিয়ানা সীমান্তে। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে দ্বিতীয় কিস্তির ১৮ হাজার কোটি টাকা প্রদানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় ৯ কোটি কৃষক এর ফলে উপকৃত হবেন৷ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে

শুক্রবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের কথা, কৃষক বিক্ষোভে কথা বলতে মূলত পশ্চিমবঙ্গ ও কেরলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ কৃষকদের কাছ থেকে যুক্তিপূর্ণ সমাধান প্রস্তাবের আর্জি কেন্দ্রের

বিশেষভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা দেশ জুড়ে সমস্ত কৃষকেরা পেলেও সম্পূর্ণ রাজনৈতিক কারণে সেটা পাচ্ছেন না শুধু পশ্চিমবঙ্গের কৃষকেরা। অথচ সেই সরকারই বাংলা থেকে দিল্লি এসে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে! কৃষক সম্মান নিধি নিয়ে রাজনীতি করছে বাংলার সরকার। কৃষকদের সঙ্গে ছবি তুলে ইভেন্ট ম্যানেজমেন্ট সেরে ফেলছে, কিন্তু কৃষকদের দুঃখ নিয়ে ভাবিত নয় এই সরকার।’

আরও পড়ুনঃ নীতীশের ঘর ভাঙল বিজেপি, ছয় জেডিইউ বিধায়ক বিজেপিতে

তার প্রত্যুত্তরে নিজের বাড়িতে দিন সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘তৃণমূল জমানায় বাংলায় কৃষকদের আয় তিনগুণ বেড়েছে।
রাজ্য একর প্রতি কৃষকদের পাঁচ হাজার টাকা দেয়। পশ্চিমবঙ্গে কৃষকদের কোনও অভিযোগ নেই, কৃষকরা ভালো আছেন। মোদী যা বলেছেন, তা সম্পর্ণ মিথ্যা।

কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছিল, রাজ্য সরকারের মাধ্যমে টাকা দাও। কিন্তু সরাসরি কৃষকদের টাকা দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মোদী সরকার। বাংলার কৃষকরা যদি কেন্দ্রের কৃষক যোজনার টাকা থেকে বঞ্চিত হন, তাহলে তার দায় মোদীর।’ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে বামফ্রন্ট।

সেই নিয়ে সৌগত রায় বলেন, ‘বামেদের সঙ্গে আমাদের মতবিরোধ আছে৷ কিন্তু কৃষক আন্দোলনে অনেক আগে থেকে আমাদের সমর্থন আছে৷ বামেরাও সমর্থন করছে৷ অন্য বিষয়ে বামেদের সঙ্গে মতবিরোধ থাকলেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কৃষক আন্দোলন নিয়ে একসঙ্গে কথা বলতে আপত্তি নেই৷ এ ভাবে কৃষক আন্দোলনে চিড় ধরানো যাবে না৷’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here