ঝগড়ুটে, মারধর করত সুজাতার বিরুদ্ধে আইনি নোটিসে অভিযোগ সৌমিত্রর

0
169

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মারধর থেকে সন্দেহবাতিক, ঝগড়ুটে-একাধিক অভিযোগ আনা হয়েছে সুজাতার বিরুদ্ধে। আর শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা নয়, সুজাতা-সৌমিত্র বিবাহ বিচ্ছেদের জল গড়াল আইনি লড়াইতে।

Sujata Mondal Khan | newsfront.co
কোলাজ চিত্র

ইতিমধ্যেই স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে বিবাহ বিচ্ছেদের মামলার নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তরফে। জানা গিয়েছে, ওই নোটিশে সুজাতার বিরুদ্ধে সাংঘাতিক সব অভিযোগ তুলেছেন সৌমিত্র।

সূত্র মারফত জানা গিয়েছে, সৌমিত্র খাঁর আইনজীবী সুজাতা খাঁকে বিবাহ বিচ্ছেদের যে নোটিস পাঠিয়েছেন সেখানে সুজাতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি ‘ঝগড়ুটে’ ও ‘উচ্চাকাঙ্খী’।অভিযোগে আরও বলা হয়েছে যে, সুজাতা খাঁ হাইপার টেনশনের রোগী।

আরও পড়ুনঃ তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে- কেতুগ্রামে নব্য বিজেপি নেতা শুভেন্দুর তোপ

নোটিসে সুজাতার সম্পর্কে অভিযোগ, পরিবারের থেকে আলাদা থাকার জন্য তিনি সৌমিত্রকে জোর করতেন। এমনকী শ্বশুর-শাশুড়ি ও সৌমিত্রর আত্মীয়দের সঙ্গেও অকারণে ঝগড়া করতেন সুজাতা। এমনকি বেশ কয়েকবার সৌমিত্রর গায়েও হাত তুলেছেন সুজাতা।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় দাদার অনুগামী বলে কেউ থাকবে না! বার্তা তাহেরের

আইনি নোটিশে বলা হয়েছে, ২০১৯ সালের পর থেকেই সুজাতা খাঁ নিজের কর্মক্ষমতার কথা বলে বিজেপিতে পদ পাওয়ার চেষ্টা করতেন। এই কারণে স্বামীকেও তিনি খুবই জোর দিতেন। আর তা পূরণ না পারায় সৌমিত্রকে নাকি সুজাতা খাঁ মারধর, গালিগালাজ করতেন। ছেড়ে চলে যাওয়ার কথা বলে শাসাতেন। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বামীর সম্মানহানি করতেই এসব করতেন সুজাতা, ইত্যাদি অভিযোগই করা হয়েছে সৌমিত্র খাঁর আইনজীবীর তরফে।

বিজেপিতে ‘সম্মান’ নেই,এই অভিযোগ করেই সোমবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সুজাতা। তারপরই সাংবাদিক সম্মেলন করে সুজাতাকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন সৌমিত্র। তৃণমূলের ন্যক্কারজনক রাজনীতির বিরুদ্ধেও সরব হন সৌমিত্র। তারপরই বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিস পৌঁছে গিয়েছে সুজাতার কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here