নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সাউদাম্পটনের ইংল্যান্ড বনাম পাকিস্তানের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ক্রিকেট পেলো নতুন তারকা। দ্বিতীয় দিনে তিন নম্বরে নেমে ইংল্যান্ডকে রানের পাহাড় গড়তে সাহায্য করলেন জন ক্রলি।
২২ বছরের ক্রিকেটার একাই করলেন দ্বিশতরান। ৩৯৩ বলে ২৬৭ রান করে আউট হন তিনি। জোস বাটলারের সঙ্গে ক্রলির পঞ্চম উইকেট জুটিতে উঠল ৩৫৯, যা কিনা রেকর্ড।
England have found a very good no 3 in Crawley.. looks a class player .. hope to see him in all formats regularly @nassercricket @ECB_cricket
— Sourav Ganguly (@SGanguly99) August 22, 2020
ক্রলির ব্যাটিং দেখে মুগ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভারত-ইংল্যান্ড সিরিজের পর এপ্রিল মাসে আইপিএল চান সৌরভ
তিনি ক্রলিকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ইংল্যান্ড তিন নম্বরে একজন ক্লাস ব্যাটসম্যান পেয়ে গিয়েছে। এই জায়গাটা এতদিন ওদের খামতি ছিল। শীঘ্রই তিন ফরম্যাটেই নিয়মিত ক্রলি সুযোগ পাবেন বলে আশা রাখি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584