নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলা ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম কোচ অশোক মুস্তাফি। বৃহস্পতিবার ভোর বেলা শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন তিনি। মাস দুই আগে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে বাইপাসের ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভেন্টিলেশনে থাকার পর সুস্থ হন। একাকীত্ব তাঁর সঙ্গী ছিল। মেয়ে চাকরি সূত্রে ইংল্যান্ডে থাকায় অশোক মুস্তাফির মরদেহ রাখা হয়েছে পিস হাভেনে। মেয়ে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল কর্তাদের বিরোধিতা প্রাকটিস শুরু হচ্ছে না মহামেডানের, বিরোধ দুই প্রধানের
দুখীরাম কোচিং সেন্টার প্রশিক্ষকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন অশোক মুস্তাফি। ১৯৯২ সালে দুখীরাম থেকে হাওড়া ইউনিয়নে ক্রিকেট কোচিং সেন্টারে যোগ দেন তিনি। ২০০০ সালে ময়দান থেকে সরে দাঁড়ান অশোক মুস্তাফি। তারপর সল্টলেকের কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত হলেও বেশি দিন থাকা হয়নি ,সৌরভ ছাড়াও অনেক বাংলা ক্রিকেটারকে তুলেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584