নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অনেকে বলছেন মহেন্দ্র সিং ধোনির অবসরের পেছনে হাত রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনিই মাহিকে অবসর নিতে বাধ্য করেন। তবে সেই খবর কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। বরাবরের মতো টেস্ট ক্রিকেটেও যেভাবে সরে গিয়েছিলেন সেভাবে ওয়ান-ডে ক্রিকেট থেকেও নিঃশব্দে সরে গেলেন মাহি।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক বিবৃতি দিয়ে জানান, একটা যুগের শেষ হল। কত বড় ক্রিকেটার ও ক্যাপ্টেন। বিশ্ব ক্রিকেট ওর অভাব টের পাবে। একদিনের ক্রিকেটে শুরুর দিকে কি সুন্দর ব্যাটিং করতো। তবে সব ভালো জিনিস একদিন না একদিন শেষ হয়। ধোনির ব্যাপারেও সেটা হল। ওকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’
সচিব জয় শাহ জানান, ‘আধুনিক ক্রিকেটে একজন তারকা ক্রিকেটার। আমরা ওকে সম্মান করি। আধুনিক ক্রিকেটে ওর অধিনায়কত্বর স্টাইল অনেককে অনুপ্রাণিত করবে। আইপিএল ও ওর নিজের ভবিষ্যত জীবনের জন্য ওকে শুভেচ্ছা জানাই।‘
এছাড়াও ধোনিকে শুভেচ্ছা জানান সচিন। তিনি টুইট করে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার অবদান ভোলা যাবে না। ২০১১-র বিশ্বকাপ তোমার সঙ্গে খেলা কখনো ভুলবো না। দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা।‘
পূর্বসুরিকে শুভেচ্ছা উত্তরসূরির। মহেন্দ্র সিং ধোনির অবসরে বিরাট কোহলি টুইট করে লেখেন, ‘সবাইকে একদিন না একদিন যেতে হবে কিন্তু তোমার মতো একজনের যাওয়া, সত্যি আবেগের ব্যাপার। ভারতীয় ক্রিকেটের জন্য তুমি যা করেছো সেটা কখনও ভোলা যাবে না তুমি মানুষের মনের ভেতর থাকবেন।‘
আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ধোনি
ভারতীয় কোচ রাবি শাস্ত্রী টুইট করে বলেন, ‘বড় ক্ষতি ওর জায়গা ভরাট করা কষ্টের ব্যাপার। তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পেরে গর্বিত।‘ সেহওয়াগ টুইট করে লেখেন, ‘মিশন ইমপসিবল, না কেউ ছিল না, না আছে না কেউ আসবে তোমরা মতো।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584