কংগ্রেসের পুস্তিকায় প্রকাশিত সাভারকর-গডসের সমকামী সম্পর্ক, বিতর্ক তুঙ্গে

0
82

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কংগ্রেসের সেবাদল প্রচারিত একটি বুকলেট নিয়ে বিতর্ক চরমে উঠেছে। ভোপালের একটি দশ দিনের প্রশিক্ষণ শিবিরে ওই বুকলেট বিলির পর থেকেই দানা বাধে বিতর্ক। সেই বুকলেটে লেখা রয়েছে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসে এবং হিন্দু মহাসভার প্রাক্তন নেতা ভিডি সাভারকরের মধ্যে সমকামী সম্পর্ক ছিল।

congress booklet savarkar and godse proof relationship | newsfront.co
বীর সাভারকর ও নাথুরাম গডসে। চিত্র সৌজন্যঃ ওপেন ম্যাগাজিন ও ইন্ডিয়া টুডে

সেবাদলের প্রধান লালজি দেশাই এএনআই কে জানিয়েছেন, বিদেশি লেখক ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্স এই দু’জনের লেখা বই ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এ উল্লেখ রয়েছে ওই দু’জনের সমকামী সম্পর্কের কথা। পুরদস্তুর ঐতিহাসিক তত্ত্বের ভিত্তিতেই এই কথা লেখা হয়েছে ওই বইতে।

congress booklet savarkar and godse proof relationship | newsfront.co
চিত্র সৌজন্যঃ অ্যামাজন.ইন

আরও পড়ুনঃ ১২ জানুয়ারি মোদি-মমতা এক মঞ্চে

লালজি দেশাই আরও বলেন, এখানে সমকামী সম্পর্ক থাকাটা বড় কথা নয়, কারণ দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা আছে আইনি মতে নিজের পছন্দ বেছে নেওয়ার। বিষয় হল সঠিক ঐতিহাসিক তত্ত্বের ভিত্তিতে ওই বইতে এই তথ্যটি দেওয়া রয়েছে। বিজেপি যাঁদের ‘হিরো’ হিসাবে মনে করে, সাধারণ মানুষের তাঁদের প্রকৃত স্বরূপ জানা দরকার—জানিয়েছেন লালজি দেশাই।

ভোপালের প্রশিক্ষণ শিবিরে বিলি করা বুকলেটগুলির মধ্যে আর একটি বুকলেট ছিল, যার নাম ‘আরএসএস অউর বিজেপি, কুছ তথ্য অউর জানকারি’। এখানে বলা হয়েছে, নাথুরাম গডসে ব্রহ্মচর্য নেওয়ার আগে সাভারকরের সাথে একবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।

আরও পড়ুনঃ দত্তপুকুরে সংঘর্ষের ঘটনায় বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা

বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল লালজি দেশাইয়ের এই বক্তব্যকে আক্রমণের চোখে দেখেছেন। তাঁর মতে, কংগ্রেস কোনওদিনই কোনও স্বাধীনতা সংগ্রামীকে পছন্দ করে না। সাভারকর একজন দেশভক্ত ছিলেন। সাভারকর সম্পর্কে এমন বিরূপ মন্তব্য দেশভক্তের চরিত্র হনন করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here