লুঙ্গি-টুপি পরাদের লাথ মেরে তাড়াবো মেদিনীপুরে সায়ন্তন উবাচ

0
213

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বাংলায় কোনো লুঙ্গি পরা, টুপি ওয়ালাকে থাকতে দেব না। লাথি মেরে তাড়িয়ে দেবো বাংলাদেশে। শুক্রবার দুপুরে মেদিনীপুরে সভা থেকে এভাবেই হুমকি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

sayantan basu | newsfront.co
নিজস্ব চিত্র

এনআরসি সিএএ’র সমর্থনে এদিন মেদিনীপুরে বিশাল মিছিল করে বিজেপি। জেলার প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিলে যোগ দেন।

এলআইসি মোড়ে এক সভা থেকে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উনি যেসব লুঙ্গি পরা, টুপি ওয়ালা দের নিয়ে মড়াকান্না কাঁদছেন তাঁদের আমরা বাংলা থেকে তাড়িয়ে ছাড়ব। এমনি যেতে না চাইলে লাথি মেরে তাড়ানো হবে বলে তিনি হুমকি দেন।

sayantan basu | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, অত্যাচারিত হয়ে যেসব হিন্দু বাংলাদেশ থেকে এখানে এসেছেন তাঁরা যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই নাগরিকত্ব পাবেন। মুখ্যমন্ত্রী আটকাতে পারবেন না। কটাক্ষ করে তিনি জানান, তৃণমূল কর্মীদের দেখলে মনে হবে যেন তাঁদের বাবা ও মা একসঙ্গে মারা গেছেন । আর মুখ্যমন্ত্রীকে দেখলে মনে হবে তিনি যেন প্রতিদিন শশ্মান যাত্রা করছেন।

sayantan basu | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাদক মামলায় দশ বছরের কারাদণ্ড বহিষ্কৃত স্থানীয় তৃণমূল নেতার

কাশ্মীর থেকে ৩৫ এ ধারা ও ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ওখানেও মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বলেছিলেন তাঁর মৃতদেহের উপর দিয়ে এসব হবে। এখন কি দেখছেন মানুষ। একই ভাবে এরাজ্যেও এন আর সি ও সিএএ চালু হবে।

বিজেপির এদিনের মিছিলকে চরম ব্যর্থ বলে জানান তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি জানান লোক হয়নি। সুপার ফ্লপ। আর কিছুদিন পর বিজেপি দলটাই ধ্বংস হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here