‘জিরো ব্যালান্স’ অ্যাকাউন্ট থেকে গত ৫ বছরে এসবিআই-এর সংগ্রহ ৩০০ কোটি টাকা

0
181

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি বম্বে আইআইটির করা একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে ‘জিরো ব্যালান্স’ একাউন্টগুলি গত পাঁচ বছরে এসবিআই এর রোজগার হয়েছে ৩০০ কোটি টাকা।জিরো ব্যালান্স একাউন্ট মূলত গরিব মানুষদের ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্যই করা হয়েছিল, ব্যাংকের পরিভাষায় একে বলা হয়ে থাকে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট একাউন্ট।

sbi | newsfront.co
নিজস্ব চিত্ৰ

বম্বে আইআইটির করা সমীক্ষায় দেখা গিয়েছে চারটি ডেবিট এর পরে এই একাউন্টগুলি থেকে এসবিআই চার্জ নিচ্ছে ১৭টাকা ৭০ পয়সা। সমীক্ষায় প্রকাশ, ‘সার্ভিস চার্জ’ এর নামে ১২ কোটি জিরো ব্যালেন্স একাউন্ট থেকে এসবিআই সংগ্রহ করেছে ৩০০কোটি টাকা।

আরও পড়ুনঃ হরিয়ানা ও তামিলনাড়ুতে করোনার টিকা অপচয় হয়েছে সবথেকে বেশি, বাংলায় যা ‘শূন্য’

২০১৮-২০১৯ এই সময়ে সার্ভিস চার্জের নামে ১২ কোটি জিরো ব্যালেন্স একাইউন্টহোল্ডারের থেকে এসবিআই সংগ্রহ করে ৭২ কোটি টাকা, আর ২০১৯-২০২০ সময় কালে তা বেড়ে হয়েছে ১৫৮কোটি টাকা, জানিয়েছেন অধ্যাপক আশীষ দাস।

যদিও সেপ্টেম্বর ২০১৩ রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, বিএসবিডিএ একাউন্ট হোল্ডাররা মাসে চারবারের বেশি টাকা তুলতে পারেন এবং তা নি:শুল্ক হওয়ার কথা সর্বোপরি আর কোনো রকম সার্ভিস চার্জ বা অন্য কোন চার্জ এই একাউন্ট থেকে কাটা যাবে না এমনটাই বলছে রিজার্ভ ব্যাংক। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here