নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স টেলিকম ও রিলায়েন্স ইনফ্রাটেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ‘ফ্রড’ অ্যাকাউন্ট বলে চিহ্নিত করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টকেও। যা আরও সমস্যায় ফেলতে পারে অনিল আম্বানিকে। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে তাঁকে বড়সড় তদন্তের মুখোমুখি দাঁড়াতে হতে পারে। দিল্লি হাইকোর্ট অনিল আম্বানির সংস্থাগুলির অ্যাকাউন্টে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
অলাভজনক সম্পদ বা নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি হিসেবে ঘোষণা করা হয়। এসবিআই জানিয়েছে, অডিট চলাকালীন তারা তহবিলের অপব্যবহার, বিচ্যুতি আর তহবিলের সাইফোনিংয়ের সন্ধান পেয়েছে।
আরও পড়ুনঃ ধর্মান্তরকরণ বৈধতা যাচাই হবে সুপ্রিম কোর্টে, দুই রাজ্য-কেন্দ্রকে নোটিস
আর সেই কারণেই তারা অ্যাকাউন্টগুলিকে ফ্রড হিসেবে চিহ্নিত করেছে। নিয়ম অনুযায়ী একবার ব্যাঙ্ক কোনও অ্যাকাউন্টকে জালিয়াতি হিসেবে ঘোষণা করার পর আরবিআইকে তা ৭ দিনের মধ্যে জানাতে হবে। আর জালিয়াতির পরিমাণ যদি এক কোটি টাকার বেশি হয় তাহলে ৩০ দিনের মধ্যে সিবিআইতে অভিযোগ দায়ের করতে হবে।
আরও পড়ুনঃ ক্যাপিটল হিল হামলায় নিন্দায় সরব বিশ্ব, ব্যথিত মোদী
অনিল আম্বানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে ৪৯ হাজার কোটি টাকা ছিল যার মধ্যে রিলায়েন্স ইফ্রাটলের অ্যাকাউন্ট ছিল ১২ হাজার কোটি টাকা। আর রিলায়েন্স টেলিকমের অ্যাকাউন্টে ২৪ হাজার কোটি টাকা। শিল্প পর্যবেক্ষকদের মতে এমনিতেই অনিল আম্বানির ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। তারপর এসবিআইএর এই সিদ্ধান্তে তাঁর বিশ্বাসযোগ্যতাও রীতিমত ধাক্কা খেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584