বিহার নির্বাচনের পূর্বে ২৮২ কোটি টাকার নির্বাচনী বন্ড ইস্যু করেছে এসবিআই

0
116

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিস্ফোরক তথ্য ফাঁস হলো বিহার নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরেই! বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সংবাদপত্রের করা আরটিআই থেকে সামনে এলো এক বিস্ফোরক তথ্য।

Electoral Bonds | newsfront.co
প্রতীকী চিত্র

অক্টোবর মাসে বিহারের বিধানসভা নির্বাচনের ঠিক আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৮২ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি করে রাজনৈতিক দলগুলিকে টাকার জোগান দিয়েছে। ২০১৮ সালে চালু হয় এই স্কীম। তারপর থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড বিক্রি করে রাজনৈতিক দলগুলিকে ৬,৪৯৩ কোটি টাকা জোগান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ শুভেন্দু সৌগত আসছেন বিজেপিতে দাবি অর্জুনের, দিবাস্বপ্ন পাল্টা জানালেন তৃণমূল সাংসদ

ইংরেজি দৈনিকের করা আরটিআইয়ের উত্তরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, এক একটি ১ কোটি টাকা মূল্যের ২৭৯টি ইলেকটোরাল বন্ড বিক্রি করেছে তারা, ১০ লক্ষ টাকা মূল্যের ৩২টি বন্ড অক্টোবর ১৯ থেকে ২৮ পর্যন্ত ১৪টি দলের খাতে গিয়েছে। এই আরটিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুম্বইয়ে ব্যাঙ্কের মূল শাখা ১৩০ কোটি টাকা মূল্যের ১৪টি বন্ড এবং নয়াদিল্লি শাখা ১১.৯৯ কোটি টাকার বন্ড ইস্যু করেছে।

আরও পড়ুনঃ মেনকার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে জবাবদিহি চাইল সুপ্রিমকোর্ট

পাটনার এসবিআই ব্রাঞ্চ মাত্র ৮০ লক্ষ টাকার নির্বাচনী বন্ড বিক্রি করেছে। মোট ২৩৭ কোটি টাকার বন্ডের নগদীকরণ হয়েছে, পরিমান যথাক্রমে ভুবনেশ্বরে ৬৭ কোটি টাকা, চেন্নাইতে ৮০ কোটি টাকা এবং হায়দরাবাদে ৯০ কোটি টাকা।

আরও পড়ুনঃ জাতীয় কংগ্রেসে নয়া তিন নীতি নির্ধারণ কমিটি, স্থান পেলেন বিদ্রোহী নেতারাও

ইলেকটোরাল বন্ড ইস্যু করার পর ১৫ দিন পর্যন্ত বৈধ থাকে এবং এই বন্ডগুলি নগদিকরণ করতে পারে একমাত্র বৈধ রাজনৈতিক দলই তাদের নির্দিষ্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে। এই বন্ডগুলি এসবিআই ১০০০, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ, এবং ১ কোটি টাকার মুদ্রায় ইস্যু করে। সাধারণত কর্পোরেট সংস্থা ব্যাঙ্ক থেকে বন্ড কিনে রাজনৈতিক দলকে দান করতে পারে। সেই দল আবার সেই বন্ডটি ব্যাঙ্ককে বিক্রি করে নগদীকরণ করতে পারে।

২০১৮ সালে কর্পোরেট দাতারা ১,০৫৬.৭৩ কোটি টাকা, ২০১৯ সালে ৫,০৭১.৯৯ কোটি টাকা এবং ২০২০ সালে এখনও পর্যন্ত ৩৬৩.৯৬ কোটি টাকা রাজনৈতিক দলগুলিকে বন্ডের আকারে দিয়েছেন। আরটিআইয়ের উত্তরে এমনটাই জানিয়েছে এসবিআই।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি সেচ্ছাসেবী সংগঠন সম্প্রতি সুপ্রিম কোর্টে এই নির্বাচনী বন্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের দাবি, দেশি বা বিদেশি অজ্ঞাত কর্পোরেট সংস্থাগুলি ভারতীয় গণতন্ত্রে হস্তক্ষেপ করছে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে, রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠছে কর্পোরেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here