নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা কেন্দ্রের! “কেন্দ্র যদি কৃষি আইনে লাগাম না পরায়, তাহলে লাগাম পরিয়ে দেবে আদালতই”-জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার ৩ কৃষি আইন নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতেই দেশের শীর্ষ আদালত নির্দেশ দিল তিন কৃষি আইন আপাতত স্থগিত রাখার।
প্রায় দুই মাস ধরে চলা অচলাবস্থায় উষ্মা প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালত জানায়, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়া। আর কেন্দ্রীয় সরকার সেটি যদি না করে, তাহলে সেই পদক্ষেপ করবে আদালতই।“
আরও পড়ুনঃ চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে কৃষকরা- ভিত্তিহীন মন্তব্য বিজেপি বিধায়কের
আদালত সোমবারের শুনানিতে বলে, দিনের পর দিন দিল্লির রাজপথে এত বয়স্ক মানুষেরা বসে আছেন, মহিলারা বসে আছেন, এই পরিস্থিতি দেখেও কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না সরকার!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584