হাথরাস কাণ্ডে উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব সুপ্রিমকোর্টের

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হাথরাসের ১৯ বছরের দলতি তরুণীর গণধর্ষণ এবং খুনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে প্রধান বিচারপতি এসএবোবদে এবং বিচারপতি এএসবোপান্না এবং ভি রামাসুব্রহ্মণনের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, এই ঘটনা বিস্ময়কর এবং ভয়াবহ।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিচারবিভাগীয় মামলায়, এদিন সব পক্ষের সঙ্গে আলোচনা করে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণের উপর মত নেয় সুপ্রিম কোর্ট। বুধবারের মধ্যে মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব করেছে সুপ্রীম কোর্ট।

শুনানির আগে উত্তরপ্রদেশ সরকার আদালতে হলফনামা দিয়ে জানায়, প্রশাসন বিরল পরিস্থিতির কারণে নির্যাতিতা তরুণীর মরদেহ গত ১ অক্টোবর গভীর রাতে সৎকার করতে বাধ্য হয়। রাতে সৎকার না হলে পরদিন সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারত বলেও সাফাই যোগী সরকারের ।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ড নিয়ে এবার সরব রাষ্ট্রসংঘ, পাল্টা প্রতিক্রিয়া ভারতেরও

প্রশাসন আদালতে জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা চালাচ্ছিল এই ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় গভীর ষড়যন্ত্র নিহিত আছে বলেও জানিয়েছে যোগী প্রশাসন। এই কারণেই সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, যাতে কোনওভাবেই বিভ্রান্তিকর প্রচার না করতে পারে কেউ।

আরও পড়ুনঃ উত্তর প্রদেশে কংগ্রেস, ভীম আর্মি পার্টির কর্মীদের বিরুদ্ধে এফআইআর

হাথরাসের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ পাল্টা ২১টি মামলা দায়ের করেছে রাজ্যজুড়ে। যার মধ্যে ৬টি মামলা দায়ের হয়েছে হাথরাস জেলায়। রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট এবং জাতপাত-সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগে এই এফআইআরগুলি দায়ের করেছে পুলিশ।

পুলিশের অভিযোগ, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জনসভার মাধ্যমে উসকানি দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অপরদিকে, দিল্লির এক সাংবাদিক-সহ চারজনকে এই ঘটনায় আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

হাথরাসে ঢোকার মুখে মথুরা টোল প্লাজার কাছে তাদের আটক করা হয়েছে পিএফআই এবং সিএফআই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here