ওয়েব ডেস্ক,নিউজফ্রন্ট:
দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার অবজারভেশনে জানায় যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি যাওয়ার যে হিড়িক তার জন্য ‘তিন মাসের বেশি সময় ধরে লকডাউন চলবে’ ধরনের ভুয়ো খবর অনেকাংশেই দায়ী।
'Migration Of Labourers Triggered By Fake News', Observes SC; Calls For Responsible Media Coverage On COVID-19 https://t.co/IDCeShVCLh
— Live Law (@LiveLawIndia) March 31, 2020
প্রধান বিচারপতি জাস্টিস এসএ বোবদে ও জাস্টিস এল নাগেশ্বরা রাওয়ের বেঞ্চ আজ বুধবার নির্দেশ দেয় যে মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে করোনা সংক্রান্ত খবর করে। শুধু তাই নয় তার সঙ্গে আরও নির্দেশ দেয় যে এ ব্যাপারে সরকার ঘোষিত পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী সংবাদ পরিবেশন করতে হবে।
অপরপক্ষে সরকারকে নির্দেশ দেয় যে কেন্দ্র এ ব্যাপারে একটি পোর্টাল তৈরি করে অফিশিয়াল ভাবে সেখানে করোনা সংক্রান্ত তথ্য প্রদান করবে। সংবাদ সংস্থাগুলো সেই তথ্যের সঙ্গে সংগতি রেখেই সংবাদ পরিবেশন করবে।এই নির্দেশ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584