ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গ্যাংস্টার বিকাশ দুবে ও সঙ্গীদের এনকাউন্টার মামলায় সোমবার সুপ্রিম কোর্ট যোগী সরকারকে একহাত নিয়ে তদন্ত কমিটিতে একজন প্রাক্তন বিচারপতি ও একজন প্রাক্তন পুলিশ কর্তাকে যুক্ত করার কথা বিবেচনা করার নির্দেশ দিল। সঙ্গে উত্তর প্রদেশ সরকারের প্রতি অসন্তোষ জানিয়ে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন সংবিধানিক বেঞ্চ স্মরণ করিয়ে দেয় যে আইন অনুযায়ী গ্রেফতার, আটক ও বিচার যে কোনো অভিযুক্তের প্রাপ্য।
একইসঙ্গে বিকাশ দুবের মত কুখ্যাত অপরাধী কি করে জামিনে মুক্ত ছিল সে ব্যাপারেও আশ্চর্যান্বিত হয় সুপ্রিম কোর্ট। গাংস্টারকে গ্রেফতার ও এনকাউন্টার-দুই ক্ষেত্রেই পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলেও মন্তব্য করেন বিচারপতিগণ।
গত ২ রা জুলাই রাতে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ১ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৮ পুলিশকর্মী প্রাণ হারান উত্তরপ্রদেশের কানপুরে।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ৫৩ টি খুনের মামলা ছিল। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে সেই ভয়ানক হামলার সম্মুখীন হয় পুলিশ বাহিনী। মৃত্যু হয় ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র, একজন সাব ইন্সপেক্টর সহ ৮ পুলিশকর্মীর। ঘটনায় আরও ১২ পুলিশকর্মী আহত হন। দেশজুড়ে তোলপাড় হয়।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ২০০১ সালে তৎকালীন উত্তর প্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584