ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিডের দ্বিতীয় তরঙ্গের কারণে সিবিএসই, আইসিএসই ও প্রায় ২০ রাজ্যে বাতিল হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বোর্ড পরীক্ষার বদলে নেওয়া হবে মূল্যায়ণ। সেই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট আজ রাজ্যের সমস্ত বোর্ডকে নির্দেশ দিয়েছে যে, আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত করতে হবে কীভাবে নেওয়া হবে পরীক্ষার্থীদের মূল্যায়ন। আর আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করতে হবে।
আদালত আগেই জানায়, ‘সব রাজ্যের বোর্ডগুলিকে মূল্যায়নের একই পদ্ধতি মেনে চলতে হবে, এমন কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। দেশজুড়ে একই পদ্ধতিতে মূল্যায়ন করা সম্ভব নয়।’
Supreme Court directs all State Boards to notify the scheme for assessment within 10 days from today and declare the internal assessment results by July 31, like the timeline specified by it for CBSE and ICSE. pic.twitter.com/FDl39J1wfA
— ANI (@ANI) June 24, 2021
প্রসঙ্গত, প্রথমে স্থগিত রাখলেও গত ১ জুন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করে সিবিএসই। আর তার আগেই বাতিল করা হয় সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা। এরপর প্রায় সব রাজ্যের বোর্ডগুলিও একই সিদ্ধান্ত নেয়। তবে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার জানায়, সেই রাজ্যে বাতিল করা হচ্ছে না দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সশরীরে জুলাই মাসের শেষে নেওয়া হবে পরীক্ষা।
আরও পড়ুনঃ ছেলে ১৮ পেরিয়ে যাওয়া মানেই বাবার দায়িত্ব শেষ নয়ঃ দিল্লি হাইকোর্ট
এই বিষয়ে অন্ধপ্রদেশ সরকারকে সতর্ক করে সুপ্রিম কোর্ট জানায়, ‘যদি প্রাণহানির ঘটনা ঘটে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে’। ২৪ জুনের মধ্যে কোর্টকে এ বিষয়ে অন্ধপ্রদেশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে আগামীকাল থেকে ৪ লক্ষ টিকাকরণ, বাচ্চার মায়েদের অগ্রাধিকারঃ মুখ্যমন্ত্রী
অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন হবে ২০১৯-এর মাধ্যমিকের ৪টি বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশের সঙ্গে যোগ হবে ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ। এর সঙ্গে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বরও যুক্ত থাকবে। তবে পরীক্ষার্থী মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে দিতে পারবেন লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরই চূড়ান্ত হবে এবং জুলাইয়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584