কেন্দ্রের আপত্তি উড়িয়ে নৌবাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

0
63

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:

কেন্দ্রের আপত্তি উড়িয়ে সেনাবাহিনীর মত নৌবাহিনীতেও মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  তিন মাসের মধ্যে তা  কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

নিজস্ব চিত্র

মঙ্গলবার জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় ও জাস্টিস অজয় রাস্তোগি’র বেঞ্চ জানায় যে নারী ও পুরুষ অফিসারদের মধ্যে কোনোভাবেই ভেদাভেদ করা চলবে না। যেকোনো অজুহাত দেখিয়ে তাদের কোন ভাবেই বঞ্চিত করা চলবে না।

উল্লেখ্য ভারতীয় বাহিনী ও চিকিৎসা ক্ষেত্র বাদ দিয়ে অন্যান্য পদে মহিলা নিয়োগ শুরু হয় ১৯৯২ সালে। কিন্তু আজ অবধি স্থায়ী কমিশনড অফিসার পদে অর্থাৎ কুড়ি বছর কাজ করার সুযোগ পাননি তারা। তারা ১৪ বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র। ছিলনা পদোন্নতি বা পেনশন। আজকের রায়ের পরে পদোন্নতি বা পেনশনে আর কোন অসুবিধা হওয়ার কথা নয়।

কেন্দ্র তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয় যে যেহেতু রাশিয়ান জাহাজ গুলিতে মহিলা বাথরুম নেই ,তাই সমুদ্রে যাওয়ার কাজ মহিলাদেরকে দেওয়া যাবে না। এই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এছাড়াও যেসব মহিলারা অবসর নিয়েছেন এবং পার্মানেন্ট কমিশন না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here