ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ভারতবর্ষব্যাপী সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হোক হেঁটে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের খুঁজে বের করার এবং তাদের বিনামূল্যে সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক-এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় দ্রুত নির্দেশনা চেয়ে। বিশেষ করে ঔরঙ্গাবাদে মাল গাড়িতে ১৬ শ্রমিকের মৃত্যুর পর সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়।
জাস্টিস এল নাগেস্বরারাওয়ে নেতৃত্বাধীন , জাস্টিস এসকে কউল ও জাস্টিস বিআর গাভাইয়ের বেঞ্চ আবেদনটি খারিজ করে জানান যে আদালতের পক্ষে এই পরিস্থিতি মনিটর করা সম্ভব নয়।
জাস্টিস এল নাগেস্বরারাও মন্তব্য করেন,”আমরা কীভাবে তাদের হাঁটা আটকাবো? এই আদালতের পক্ষে কে হাঁটছে আর কে হাঁটছে না সেটা নজর রাখা সম্ভব নয়।”
আবেদনকারীর আইনজীবী অলোক শ্রীবাস্তবকে তীব্র ভর্ৎসনা করে জাস্টিস এসকে কউল বলেন, ‘ আইনজীবীরা খবরের কাগজ পড়ে জ্ঞানী হয়ে যাচ্ছেন। আর আদালতে এসে ৩২এর ধারায় মামলা করছেন। সরকারেকেই সিদ্ধান্ত নিতে দিন। প্রয়োজনে আমরা আপনাকে বিশেষ পাশের ব্যবস্থা করে দেব, দেশ ঘুরে সরকারের নির্দেশ কার্যকর করতে পারবেন?’
আরও পড়ুন:চুদাসামার বিধায়ক পদ বাতিলের রায়ে শীর্ষ আদালতের স্থগিতাদেশ
আবেদনকারী আইনজীবী মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের গত ৮ই মে’র মর্মান্তিক দুর্ঘটনার কথা তুলে ধরেন আদালতের সামনে।অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্র সরকারের হয়ে আদালতকে জানান যে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের সাহায্য নিয়ে কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে।এবার মানুষ যদি রেগে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে হাঁটতে শুরু করে তাহলে সরকারের কিছু করার নেই বলেও তিনি মন্তব্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584