ফাউলারকে ছাড়া ফের জয়ের মূল্য দেখলো ইস্টবেঙ্গল

0
85

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বেঙ্গালুরু এফসির পরে জামশেদপুর এফ সি ম্যাচে ফাউলারকে ছাড়া ফের জয়ে ফিরলো। টানা পাঁচ ম্যাচ পর ফের জয়ের সরণিতে ফিরল লাল হলুদ ব্রিগেড। দুরন্ত ফুটবল খেলে জামশেদপুরকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।গোল করলেন স্টেইনম্যান এবং পিলকিংটন।

football match | newsfront.co

ফেডারেশনের শাস্তির কারণে এদিন রিজার্ভ বেঞ্চে ছিলেন না ফাউলার। এসসি ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্ব তাই ছিল সহকারী টনি গ্রান্টের উপর। আগের ম্যাচের তুলনায় রবিবার জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিল লাল-হলুদ শিবির। গোলে দেবজিতের জায়গায় সুযোগ পান সুব্রত পাল। রক্ষণে নেভিলের জায়গায় সুযোগ পান চোট সারিয়ে ফেরা রাজু গায়কোয়াড। প্রথম একাদশে ঢোকেন সার্থক গলুইও। আর আক্রমণে একসঙ্গে শুরু করেন স্টেইনম্যান, মাঘোমা, ব্রাইট, পিলকিংটন।

football match | newsfront.co

football match | newsfront.co

আরও পড়ুনঃ চেন্নাইতে দ্বিতীয় টেস্টে মাঠে দর্শক ঢোকানো হবে

প্লে-অফের আশা প্রায় নেই তাই পরীক্ষা নিরীক্ষা করে ইস্টবেঙ্গল আর তাতেই সফল তারা। বেশ আক্রমণ সুলভ ফুটবল খেলে এদিন টিম লাল হলুদ ম্যাচ শুরুর ৬ মিনিটেই স্টেইনম্যানের গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। নারায়ন দাসের দুরন্ত কর্ণার থেকে গোল করেন এই বিদেশী। গোল করেই ছন্দ ফিরে পায় তারা আর ৬৮ মিনিটে। স্টেইনম্যানের পাস থেকে গোল করে যান পিলকিংটন আর ম্যাচ শেষ হওয়ার আগে জামশেদপুরের হার্ভলে কর্ণার থেকে গোল করেন ফের। ফাউলারকে ছাড়া অনবদ্য ইস্টবেঙ্গল গোলে সুব্রত পালের হাত এদিন ভরসা দেয় ইস্টবেঙ্গলকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here