আবারও হার ইস্টবেঙ্গলের

0
57

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

আবার হারলো ইস্টবেঙ্গল। সোমবার গোয়ার আন্তর্জাতিক অ্যাথলেটিক স্টেডিয়াম এফসি হায়দ্রাবাদের কাছে ৪-০গোলে হেরে গেল রিভেরার ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল ৩-০ গোলে পিছিয়ে ছিল। দীর্ঘদিন নির্বাসিত ফুটবলার পেরসেভিচকে সামনে রেখে ইস্টবেঙ্গল ম্যাচ শুরু করে। ম্যাচের ২১ মিনিটের মাথায় হায়দ্রাবাদ এফসির সৌভিক চক্রবর্তী কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্থোলোমিউ ওগবেচে।

SC Eastbengal

এফসি হায়দ্রাবাদের ক্রমাগত আক্রমনে ছন্নছাড়া হয়ে যায় ইস্টবেঙ্গল রক্ষণভাগ। এছাড়া ছন্নছাড়া ইস্টবেঙ্গল মাঝমাঠ ও একই সমস্যা আক্রমণভাগের বিপক্ষে বক্সে পেরসেভিচ, সিওডেল ও নবাগত মার্সেলো ফিনিশিং করতে বারবার ব্যর্থ হয়। ম্যাচের ৪৪ মিনিটে মাথায় হায়দ্রাবাদ এফসির ওগবেচে ইস্টবেঙ্গল রক্ষণকে অনায়াসে কাটিয়ে ম্যাচের ফল ২-০ করে দেয়। বিরতির অতিরিক্ত সময়ে হায়দ্রাবাদ এফসির অনিকেত যাদব ৩-০ করে দেয়।

দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকেই এফসি হায়দ্রাবাদ একের পর এক আক্রমণ করতে থাকে এমতাবস্থায় দুর্বল রক্ষণকে সামাল দিতে কোচ রিভেরা হীরা মন্ডলকে মাঠে নামান। ম্যাচের ৭৪মিনিট নাগাদ বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট লিগের সর্বোচ্চ গোলদাতা বার্থোলোমিউ ওগবেচে গোলের হ্যাটট্রিক সম্পন্ন করেন। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের নবাগত মার্সেলোকে হায়দ্রাবাদের লক্ষ্মীমণি অবৈধভাবে বক্সের মধ্যে ফেলে দিলেন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের ফুটবলার ফ্রানিয়ে পরচে।

এই ম্যাচ হারার ফলে আগামী ২৯ জানুয়ারিতে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে অনেকটাই মানসিক ভাবে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল। এছাড়া দীর্ঘদিন মাঠের বাহিরে থাকা আন্তোনিও পেরসেভিচ এদিন নজর কাড়তে ব্যর্থ হন। অপরদিকে হায়দ্রাবাদ এর ফলে লীগ টেবিলের শীর্ষে উঠে আসে।

আরও পড়ুনঃ পাকিস্তানের রেকর্ড ছুঁয়ে প্রোটিয়ারা সিরিজে ধবলধোলাই করল রাহুলদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here