আবারও হারে মুখ ঢাকল ইস্টবেঙ্গলের

0
58

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

আবার হারলো ইস্টবেঙ্গল। আইএসএল লীগে উড়িষ্যা এফসির  কাছে ২-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। তবে উড়িষ্যা এফসি না বলে হাবি ও জনাথানের কাছে বললে ভুল বলা হবে না। সোমবার আন্তর্জাতিক অ্যাথলেটিক স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকে ইস্টবেঙ্গলকে নিষ্প্রভ দেখাচ্ছিল। উড়িষ্যা এফসির দুই বিদেশি ফুটবলার হাবি হার্নান্ডেজ ও জনাথান অগ্রণী ভূমিকা নেয়। ফলে এই দুজন যখন আক্রমন ওঠে আসছিল তখন ইস্টবেঙ্গল রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল।

SC eastbengal

ম্যাচের ২৩ মিনিটের মাথায় হাবি হার্নান্দেজের সাজানো বলে সহজ গোল করে উড়িষ্যা এফসি কে ১-০ গোলে এগিয়ে দেন জনাথন। প্রথমার্ধে উড়িষ্যা এফসি আরোও দুটো গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় ইস্টবেঙ্গল এফসি গোলকিপার শংকর বাঁচিয়ে দেন। ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত উড়িষ্যা এফসি ১-০ গোলে এগিয়েছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই উড়িষ্যার চাপ বাড়তে শুরু করে তাদের ঘনঘন আক্রমণে ইস্টবেঙ্গলের ডিফেন্সের কঙ্কাল বেরিয়ে আসে। এমত অবস্থায় ম্যাচের ৬৪ মিনিটে ফেনী প্রাইসের দুর্দান্ত থ্রো পাশে উড়িষ্যা এফসির বক্সের বাঁ দিকের দুরহ কোণ থেকে দুর্দান্ত গোল ম্যাচের ফলাফল ১-১ করে দেয়।

কিন্তু ম্যাচের ৭৫ মিনিটের মাথায় জনথানের সাজানো বলে এদিনের ম্যাচের সেরা হাবি হার্নান্দেজ গোল করে উড়িষ্যা এফসিকে ২-১ গোলে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর হাবি ফানান্দেজ শর্ট গোললাইন থেকে দুর্দান্ত সেভ করেন ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড় হীরা মণ্ডল।

আরও পড়ুনঃ ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জিতল ভারতীয় যুব দল

উড়িষ্যা এফসি মূলত জনাথন ও হাবি হার্নান্দেজের যুগলবন্দির কাছে অসহায় দেখাছিল ইস্টবেঙ্গল পুরো দলকে। এই দুইজনের কাছে কার্যত হার মানলো ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচের সেরা হাবি হার্নান্দেজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here