নতুন কোচের হাতে জয়ে ফিরলো ইস্টবেঙ্গল

0
58

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

অবশেষে জয় পেলো ইস্টবেঙ্গল। ১২ ম্যাচের পর নতুন কোচ মারিয়োর হাত ধরে ২-১ গোলে হারিয়ে লীগের প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। বুধবার গোয়ার বোম্বাই ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক স্টেডিয়াম মহেশ সিংয়ের জোড়া গোলে গোয়া এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে ১০নম্বরে উঠে এলো। এদিনের ম্যাচের প্রথম থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল ৯মিনিটের মাথায় ভুল ব্যাক পাস থেকে নবাগত মনিপুরী মহেশ সিং গোল করে ইস্টবেঙ্গলকে এক গোলে এগিয়ে দেয়। গোল খেয়ে এফসি গোয়া আক্রমণ ফুটবল খেলে কিন্তু এডু বেদিয়া ও আনেন নাগুয়েরা লক্ষ্যভ্রষ্ট হয়।

SC Eastbengal

তাছাড়া ইস্টবেঙ্গলের জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল গোয়ার ফরওয়ার্ড লাইন । এফসি গোয়া বিপক্ষ বক্সে লোক বাড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচের ৩৭মিনিটের মাথায় বাঁ দিক থেকে ওরটিজের বাড়ানোর থ্রো পাস থেকে বিদেশি ফুটবলার নাগুয়েরা ১-১ করে দেয়। ঠিক পাঁচ মিনিটের মাথায় নাগুয়েরার মিস পাস থেকে সুযোগ সন্ধানী মনিপুরী মহেশ সিং আবারো গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে যায়। বিরতি পর্যন্ত ম্যাচের ফলাফল ২-১।

যেটাতে শুধুমাত্র দুই দলের সময় কারণে খেলা লক্ষ্য করা যায়। এফসি ইস্টবেঙ্গল ফর অনলাইন গোল স্কোরার কলকাতার অভাবে বারবার লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের পজিশনে এফসি গোয়া অনেকটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এ দিনের ম্যাচে বেঙ্গল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই এডু বেদিয়া দুর্দান্ত ফ্রি-কিক অরিন্দম অনবদ্য দক্ষতায় রুখে দেন। এদিন ইস্টবেঙ্গলের জমাট রক্ষণ ও গোলকিপার খুবই ভালো খেলে।

আরও পড়ুনঃ পাকিস্তানকে হারানো মাঠে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ জয় করে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ড

পেদিনি ৭৭ মিনিটে মাথায় পরিবর্তন বলবন্ত গোল করা জায়গায় পৌঁছে যান। নতুন স্প্যানিশ কোচ মারিয়ো রিভেরা ৪-৩-৩ ছকে শুরু করে এদিনের ম্যাচ। তবে নতুন স্প্যানিশ কোচর হাত ধরে অবশেষে জয়ের স্বাদ পেলেন ইস্টবেঙ্গল ম্যাচের সেরা মনিপুরী ফুটবলার মাহেশ সিং।

আরও পড়ুনঃ যাবতীয় লড়াইয়ের অবসান! অবশেষে কোর্টের সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে জোকোভিচকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here