জামশেদপুর ম্যাচে ড্র দিয়ে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল

0
56

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

জামশেদপুর ম্যাচে ড্র প্রথম পয়েন্ট এল ইস্টবেঙ্গলে খানিকটা অক্সিজেন এল আইএসএলে টানা তিন ম্যাচে হারের পর অবশেষে পয়েন্ট পেল এসসি ইস্টবেঙ্গল। বেশি ভাগ সময় দশ জনে খেলে এটিকে মোহনবাগানকে হারানো জামশেদপুর এফসির বিরুদ্ধে গোল শূন্য ম্যাচ ড্র করল তারা।

SC Eastbengal | newsfront.co

এদিন গোলে দেবজিৎ মজুমদারকে বসিয়ে শঙ্কর রায়কে খেলায় ইস্টবেঙ্গল আর প্রথম ম্যাচেই বেশ সফল তিনি নজর কারা বেশ কিছু গোল রক্ষা করে ইস্টবেঙ্গলকে বাঁচালেন একই সঙ্গে লাল-হলুদ রক্ষণও এদিন গা ঝারা দিয়ে ওঠে। তবে ফক্সের অভাব এদিন ও দেখা যায় আক্রমণ করতে ব্যর্থ বাকিরা বল তিন কাঠিতে ঢোকাতে ব্যর্থ তারা। ফলে ম্যাচ শেষ হল গোলশূন্যভাবেই।

এদিন প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ভাবে শুরু করে জামশেদপুর। সেকারণে শুরুতেই দুরন্ত সুযোগ পেয়ে গিয়েছিলেন জামশেদপুর এফসির অনিকেত যাদব। এদিন প্রথমবার মাঠে নামা শংকর রায়কে একা পেয়েও বল বাইরে মেরে বসেন তিনি। এরপর ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুনঃ বেঙ্গল টি-২০ ট্রফি পেল তপন মেমোরিয়াল

কিন্তু প্রথমার্ধের মাঝামাঝিতে অল্পসময়ের ব্যবধানে পরপর দু’‌টি হলুদ কার্ড দেখেন লিংডো। আর রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দেন। তবে লিংডোর দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে বিতর্ক এছাড়া আজকের ম্যাচে আরও অনেক ভুল সিদ্ধান্ত নেয় রেফারি।

তবে দশ জনের ইস্টবেঙ্গল ও বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। ৩৮ মিনিটে জামশেদপুরের এজের হেড বারপোস্টে লেগে ফেরত আসে। এরপর দ্বিতীয়ার্ধে জামশেদপুরের একজনও লাল কার্ড দেখে তারাও দশ জন হয়ে যায়। তবে এই ম্যাচ থেকে পয়েন্টের খাতা খুলে বেশ উজ্জীবিত টিম ইস্টবেঙ্গল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here