মাঘোমা ম্যাজিকেও হার ইস্টবেঙ্গলের

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আসতে আসতে খোলস ছেড়ে বেরিয়ে দর্শনীয় ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। কিন্তু তাতে লাভের লাভ কোথায়! জয় তো আসছে না তিন ম্যাচ হারের পরে গত জামশেদপুর ম্যাচে গোল শুন্য ড্র এদিন গোলের মুখ খুলল কিন্তু সেই হার। হায়দ্রাবাদ এফ সির কাছে ২-৩ গোলে ইস্টবেঙ্গল বিধ্বস্ত হল নিজামের শহরের ক্লাবের কাছে। তারকা স্ট্রাইকার মাঘোমা জোড়া গোল করলেন।

ISL | newsfront.co

প্রথমার্ধে ২৬ মিনিটে মাঘোমার গোল ইস্টবেঙ্গলকে স্বস্তি দেয় হায়দ্রাবাদ আক্রমণ করলেও লাল হলুদের ডিফেন্স ও দেবজিতের গোলকিপিইং এগিয়ে দেয় তাদের তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ফর্ম ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল।

দাপট ছিল হায়দ্রাবাদের। একের পর এক আক্রমণে ইস্টবেঙ্গলকে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা করে ফেলেছিল হায়দ্রাবাদ। খেলার গতির বিরুদ্ধেই কিছুটা গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। এর পরে বিরতির ঠিক আগেই ইস্টবেঙ্গলকে গোল হজম করে ফেলতে পারত। সমতা ফেরানোর সুযোগ পায় হায়দ্রাবাদ। বক্সের মধ্যে শেহনাজ সিং ইয়াসিরকে ফাউল করেন।

আরও পড়ুনঃ পাঞ্জাবের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির দলে যুবরাজ

পেনাল্টি থেকে অবশ্য সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। তবে ৫৫ মিনিটে ফ্র্রি কিক থেকে সান্তানা ও তার এক মিনিটের লাল হলুদ রক্ষণকে বোকা বানিয়ে তিনি গোল করে যান আর ৬৮ মিনিটে নার্জারির গোল সব স্বপ্ন তছনছ করে দেয় ইস্টবেঙ্গলের তবে ৮২ মিনিটে ফ্রি কিক থেকে সেন্টারে গোল করে ব্যবধান কমান মাঘোমা। পাঁচ ম্যাচ পরেও জয় এল না ইস্টবেঙ্গল সমর্থকদের ধৈয্যের বাঁধ ভাঙছে ক্রমশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here