ডার্বির পরে খালিদের নর্থইস্টের কাছেও হার ইস্টবেঙ্গলের

0
64

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ডার্বির পরেও ঘুরে দাঁড়াতে পারল না এসসি ইস্টবেঙ্গল। বাকি দুই ম্যাচ জিতে এই আইএসএল শেষ করা লক্ষ ছিল টিম লাল হলুদের কিন্তু সেই আশা পূর্ণ হল না। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেল শতবর্ষর পুরোনো ক্লাব। আর ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ খালিদ জামিলের ছেলেরা এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্লে-অফে ওঠার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল।

ISL | newsfront.co

মাঘোমা-ফক্সদের ছাড়া এদিন ইস্টবেঙ্গলকে দেখাল ছন্নছাড়া। ম্যাচের প্রথমার্ধ থেকেই দাপট দেখাল পাহাড়ি ছেলেরা। খালিদ জামিলের দল বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণও শানায় প্রথমার্ধে। কিন্তু প্রথমার্ধে কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে সুহেরের গোলে পিছিয়ে যায় ইস্টবেঙ্গলের ৮ মিনিটের পর সার্থক দোলইয়ের আত্মঘাতী গোলে ফের পিছিয়ে যায় লাল হলুদ ব্রিগেড।

আরও পড়ুনঃ ইডেনে চন্ডীগড় ম্যাচে হার বাংলার

তবে ৮৭ মিনিটে সেই সার্থকই ফ্রি কিক থেকে গোল করে ইস্টবেঙ্গলের গোলের খাতা খোলে, তবে শেষ মিনিটে আর গোল শোধ হয়নি। লাল হলুদ ব্রিগেডের সম্মান রক্ষা হল না ইস্টবেঙ্গলের। তারা নয় নম্বরেই রয়ে গেল অন্যদিকে নর্থ ইস্ট ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্লে অফের পথে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here