অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ডার্বি হারলেও ইস্টবেঙ্গলের এখনও দুটো ম্যাচ বাকি চলতি আইএসএলে। মঙ্গলবার নর্থ ইষ্টের বিরুদ্ধে সান্ত্বনা ম্যাচ জিততে চায়।
টিম লাল হলুদের সহকারি টনি গ্রান্ট বলেছেন, “একাধিক কার্ড সমস্যা রয়েছে দলে। তাই নতুন অনেক ফুটবলার সুযোগ পাবেন। বিশেষ করে দলের বিদেশিরা টানা খেলে চলেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। নতুন দেশ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিঙড়ে দিয়েছেন ওঁরা সবাই। কার্ড সমস্যার পাশাপাশি দলে চোট আঘাতের সমস্যাও রয়েছে। তাই বেশ কয়েকজন নতুন মুখকে প্রথম একাদশে দেখা যাবে।“
প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে সমীহের সুর ইস্টবেঙ্গলের সহকারি কোচের। তাঁর মতে, “আমি মনে করি ওরা যথেষ্ট ভালো ফুটবল খেলছে লড়াই করছে তরুণ ফুটবলাররা। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে আমরা জিতে টুর্নামেন্টের শেষটা করতে চাই।“
আরও পড়ুনঃ শততম টেস্ট খেলার আগে জাহিরকে ধন্যবাদ দিলেন ইশান্ত
এদিকে নর্থ ইষ্টের হেড কোচ লাল হলুদের প্রাক্তনী খালিদ জামিল তাই বলা যায় ডার্বির পরে এটাও একটা বড় লড়াই শতবর্ষর ক্লাবের সামনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584