ইস্টবেঙ্গল কোচ ফাওলারের সহকারীর বিস্ফোরক টুইট, ভাঙনের জল্পনা লগ্নিকারীর

0
67

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

খেলার মাঠের যাবতীয় সিদ্ধান্তও যদি নবান্ন থেকে হয় তাহলে তার ফল কি হতে পারে তা টের পাচ্ছে বাংলার ক্রীড়ামহল। ইস্টবেঙ্গলে ক্ষোভের আগুন অনেক দিন ধরেই ধিকি ধিকি জ্বলছিল। ক্লাব কর্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংঘাতের জেরে সেটা বারবার সবার সামনেও এসেছে।

Eastbengal club | newsfront.co

যদিও হেড কোচ রবি ফাওলার কিংবা তাঁর দলের তরফ থেকে কেউ এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে এবার যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বুধবার সন্ধেবেলা ক্লাব কর্তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতের মতো মারাত্মক অভিযোগ তুলে দিলেন এসসি ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর টনি গ্রান্ট।

সমাজমাধ্যমে বিস্ফোরণ ঘটান রবি ফাওলারের সহযোগী ও প্রিয় বন্ধু। মজার ব্যাপার হল গ্রান্টের এই টুইটকে পুরোপুরি সমর্থন করলেন শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর। এমনকি তাঁদের শর্ত না মানা হলে যে চুক্তি ছেড়ে বেরিয়ে যাবেন সেই হুমকিও দিয়ে রাখলেন তিনি। যদিও গ্রান্টের টুইটকে বাড়তি গুরুত্ব দিতে রাজি নন লাল-হলুদ কর্তা।

আরও পড়ুনঃ চার ম্যাচ নির্বাসিত, পাঁচ লাখ জরিমানা ফাউলারের

তাৎপর্যপূর্ণ ভাবে, প্রথম দিকে সমাজমাধ্যমে সরব হলেও পরে নিজের টুইট সরিয়ে দেন গ্রান্ট। গ্রান্ট এদিন টুইটারে লিখেছিলেন, “বেশ বুঝতে পারছি ক্লাবের পুরনো কর্তারা আমাদের সমস্যায় ফেলতে চাইছেন। আশাকরি ক্লাব কর্তারা তাদের সাংবাদিক বন্ধুদের সাহায্য নিয়ে আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করবেন না। এই অবস্থা মোটেও কাম্য নয়। এটা মেনে নেওয়া যায় না। শ্রী কর্তৃপক্ষ ক্লাব ও ফুটবলের উন্নতির জন্য এখানে এসেছে। এরপরেও যদি আপনারা ক্লাব কর্তাদের সঙ্গে থাকতে চান তাহলে সেটা ভেবে দেখুন।”

আরও পড়ুনঃ মারাদোনার মৃত্যুর আগের আরেকটি ভিডিও প্রকাশ্যে এলো

তবে এখানেই তিনি থেমে থাকেননি। আরও একটি টুইটারে লিখলেন, “ইস্টবেঙ্গলে নতুন হলেও এই ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমি ওয়াকিবহাল। আইএসএল একটা নতুন মঞ্চ। তাই আমাদের আরও সময় দেওয়া উচিত। সমর্থকরাও সেটা আশাকরি জানেন।” পরে অবশ্য নিজের টুইটার হ্যান্ডল থেকে তা ডিলিট করে দেন গ্রান্ট। দলের টেকনিক্যাল ডিরেক্টর এমন বিস্ফোরক টুইট করলেও গ্রান্টের পাশেই থাকছেন শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর।

নবান্নে বসে চুক্তির ফল এবার টের পাচ্ছে বাংলার ফুটবল মহল। উল্লেখ, বাংলার ক্রিকেট সংস্থা সিএবির কর্তা নিয়োগ থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাবের স্পনসর ঘোষণা সবই হয় নবান্ন থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here