অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় ফুটবলে শুরুটা ভালো হয়নি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলারের কাছে। প্রথম ম্যাচেই ডার্বিতে হারতে হয়েছে তাকে। তবে সেই স্মৃতি ভুলে মঙ্গলবার নামছে লাল হলুদ ব্রিগেড।
প্রথম ম্যাচের চেয়ে ভাল ফুটবল খেলবে তাঁর দল, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগের দিন একথাই জানিয়ে দিলেন এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। কলকাতা ডার্বিতে যে ভুলগুলো করেছেন তাঁর দলের ফুটবলাররা, সেগুলো শুধরে নিয়ে এই ম্যাচে উন্নত ফুটবল খেলার লক্ষ্য নিয়ে দল নামাবেন বলে জানালেন তিনি।
আরও পড়ুনঃ মারাদোনাকে গোল উৎসর্গ মেসির
সোমবার গোয়ায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফাউলার বলেন, “প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই নেমেছিলাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা জিততে পারিনি। তবে বেশ কিছু ইতিবাচক ব্যাপার আমরা সেই ম্যাচে পেয়েছি। আমাদের দলটা পুরো নতুন। মাত্র দুই সপ্তাহ আমরা একসঙ্গে প্র্যাকটিস করেছি, সেই তুলনায় যথেষ্ট ভাল খেলেছে আমাদের ছেলেরা। গত বারে চ্যাম্পিয়ন হয়েছিল যারা, সেই দলের ফুটবলারদের বিরুদ্ধে এই রকম পারফরম্যান্স মোটেই খারাপ নয়।“
আরও পড়ুনঃ ভারতে কৃষকদের আন্দোলনকে সমর্থন সিডনি ক্রিকেট মাঠে, পাশে থাকার বার্তা মন্টি পানেসারেরও
লাল-হলুদ শিবিরের কোচ আরও বলেন, “এই ম্যাচে আমাদের খেলায় অবশ্যই পরিবর্তন আসবে। কারণ, খেলার ধরনের দিক থেকে এটিকে মোহনবাগানের চেয়ে অন্য রকম দল মুম্বই। তাদের বিরুদ্ধে আমাদের খেলায় পরিবর্তন আনতেই হবে। আশা করি অনেক ভাল ফুটবল খেলবে আমাদের ছেলেরা।“
আরও পড়ুনঃ রবিবার নির্বাচন বিওএ-র
বিপক্ষ মুম্বই সিটি এফসি প্রথম ম্যাচে হেরে গিয়েও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে এসে যথেষ্ট আত্মবিশ্বাসী। বিপক্ষের এই ঘুরে দাঁড়ানোকে সমীহ করছেন ফাউলার। বলেন, “মুম্বই সিটি এফসি খুবই ভাল দল। ওদের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে, যারা গতবারে লিগ টেবলে থাকা এক নম্বর দলে ছিল। খুব ভাল এক কোচ পেয়েছে ওরা। কয়েকজন খুবই ভাল ও অভিজ্ঞ ফুটবলার রয়েছে ওদের দলে।” জয়ে ফেরার চাপ থাকলেও অবশ্য বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে না তাঁর ছেলেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584