ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
কোরোনা ভাইরাসের প্রকোপে স্কুল বন্ধ থাকায় মিড-ডে-মিল নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে নোটিশ পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে। জানতে চাইলো তারা কি ব্যবস্থা নিচ্ছে ।
COVID 19 : SC Takes Suo Moto Notice Of Non-Supply Of Mid-Day Meals Due To School Shutdowns https://t.co/HuAEGhkPPt
— Live Law (@LiveLawIndia) March 18, 2020
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস এসএ বোবদে, জাস্টিস জিআর গাভাই ও জাস্টিস সূর্য কান্তের বেঞ্চ শুনানির পর আজ এই নোটিশ পাঠায়। এই মামলায় সিনিয়র এডভোকেট সঞ্জয় হেগড়ে অ্যামিকাস ক্যুরির ভূমিকা পালন করছেন।
“করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল নিয়ে আমরা চিন্তিত” বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি কেরালার উদাহরণ টেনে আনেন। কেরালা সরকার ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তিনি জানতে চান, “অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলো কি ব্যবস্থা নিচ্ছে?”
কেন্দ্র সরকারের পক্ষে উপস্থিত অ্যাডিশনাল সলিসেটর জেনারেল এএস নাদকার্নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সেই নোটিশ গ্রহণ করেন। এক সপ্তাহের মধ্যে উত্তর চেয়ে সুপ্রিম কোর্ট দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ সেক্রেটারিদেরও নোটিশ পাঠাল আজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584