ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্ট:
টুইট বিতর্কে আদালত অবমাননার দায়ে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভুষণকে দোষী সাব্যস্ত করল দেশের সর্বোচ্চ আদালত। আজ রায়দানের সময় জাস্টিস বিআর গাবাই মন্তব্য করেন যে প্রশান্ত ভূষণের টুইট ‘গুরুতর আদালত অবমাননা’। ২০ই আগস্ট আদালত তাঁর বক্তব্য শুনবে।
[Breaking] SC Holds Prashant Bhushan Guilty Of Contempt For Tweets Against Judiciary; Will Hear Him On Sentencehttps://t.co/6VBiPBbWbx@pbhushan1
— Live Law (@LiveLawIndia) August 14, 2020
গত ২৭ ও ২৯ শে জুন আইনজীবী প্রশান্ত ভূষণের করা দুটি টুইট নিয়ে মামলা সূত্রপাত। প্রথম টুইটে তিনি মন্তব্য করেন যে জরুরি অবস্থা ঘোষণা না করেই ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিয়ে আগামীতে যখন চর্চা করা হবে তখন উঠে আসবে সুপ্রিম কোর্টের ভূমিকাও, বিশেষ করে শেষ চার প্রধান বিচারপতি ভূমিকা।
২৯শে জুন তিনি টুইটারে মন্তব্য করেন যে মাস্ক ও হেলমেট ছাড়াই এক বিজেপি নেতার ৫০ লক্ষ টাকার মোটরসাইকেলে চড়ে প্রধান বিচারপতি নাগপুরের রাজভবনে গেলেন এমন একটা সময় যখন ন্যায়বিচার পাওয়া মৌলিক অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করে তিনি সর্বোচ্চ আদালতকে লক ডাউন অবস্থায় রেখে দিয়েছেন।
আরও পড়ুন:নিজের মত প্রকাশ মানেই তা আদালত অবমাননা নয়ঃ প্রশান্ত ভূষণ
এই দুই টুইটের পরিপ্রেক্ষিতে মাহেক মহেশ্বরী নামক এক আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের জাস্টিস অরুণ মিশ্র, জাস্টিস বিআর গাবাই ও জাস্টিস কৃষ্ণ মুরারির বেঞ্চ এই নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584