নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশের সর্বোচ্চ আদালতের কারণে কিছুটা স্বস্তি পেলেন অর্ণব গোস্বামী। রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস এনেছিল মহারাষ্ট্র বিধানসভা। সেই মামলায় অর্ণবকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট।
এই মামলায় বিধানসভার সচিবকে শো-কজ নোটিস দিয়েছে শীর্ষ আদালত। মহারাষ্ট্র বিধানসভার আনা স্বাধীকারভঙ্গের নোটিসের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্ণব। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে সংবাদ পরিবেশন ঘিরেই অর্ণবকে নোটিস দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভা।
আরও পড়ুনঃ রবিবার স্টেট ব্যাঙ্কের ই-পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা
গত সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভায় অর্ণবের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস আনেন শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়েক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি সভাপতি শরদ পাওয়ার সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করেন বলে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ করেন শিবসেনার ওই বিধায়ক।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত গৌতম দেব
তাঁর আরও দাবি, টিভিতে বিতর্কসভায় প্রায়শই মন্ত্রী, লোকসভা ও বিধানসভার সদস্যদের অপমান করেন অর্ণব। এদিকে, ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে চলতি সপ্তাহের বুধবার সাতসকালে অর্ণবের বাড়িতে হানা দেয় পুলিশ।
তারপর তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তাঁরা। এরপরই গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। বর্তমানে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই সঞ্চালক। এছাড়াও এ ঘটনায় ধৃত আরও ২ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584