নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দিল্লি দাঙ্গা ষড়যন্ত্রে অভিযুক্ত তিন পড়ুয়ার জামিনের নির্দেশের বিরুদ্ধে দিল্লি পুলিশের আবেদন মামলায় সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে জানালো যে যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন দিল্লি হাইকোর্টের রায় অন্য মামলায় উদাহরন হিসাবে টেনে সওয়াল করা যাবে না।
তবে জাস্টিস হেমন্ত গুপ্ত ও ভি রামাসুব্রামানিয়ানের অবকাশকালীন বেঞ্চ জানায় যে দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং আসিফ ইকবাল তানহার জামিনের নির্দেশে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।
'HC Judgment Waters Down UAPA, Dilutes It, Reads It Down & Says That Otherwise It Would Not Pass Muster Of Parliament': SG Tushar Mehta Tells SC -Courtroom Exchange @KapilSibal,@jain_mehal https://t.co/Zm8fVf9ofy
— Live Law (@LiveLawIndia) June 18, 2021
আরও পড়ুনঃ ১৩ বছরের ইতিহাসে নয়া রেকর্ড, সুইস ব্যাঙ্কে রেকর্ড পরিমাণে অর্থ বাড়ল ভারতীয়দের
দিল্লি পুলিশের হয়ে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশের আবেদন করেন। দাবি করেন ইউএপিএ’র মত গুরুত্বপূর্ণ ধারার দিক প্রশ্ন ছুড়ে দিয়ে সংবিধানকে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584