ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণকে নোটিশ পাঠিয়ে বিচার বিভাগের অবমাননা করার দায়ে কেন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না , সে সম্পর্কে জবাব চাইল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে টুইটারকেও নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কেন প্রশান্ত ভূষণের করা সেই বিতর্কিত টুইট সরিয়ে দেওয়া হয়নি।
Read the SC order issuing contempt notice to Prashant Bhushan @pbhushan1 taking cognizance of his tweets. The Court said the tweets prima face "brought administration of justice into disrepute and are capable of undermining the dignity and authority of SC and office of CJI" https://t.co/If40NujWjm pic.twitter.com/i6AcgcMTWJ
— Live Law (@LiveLawIndia) July 22, 2020
গত ২৭ ও ২৯ শে জুন আইনজীবী প্রশান্ত ভূষণের করা দুটি টুইট নিয়ে মামলা সূত্রপাত। প্রথম টুইটে তিনি মন্তব্য করেন যে জরুরি অবস্থা ঘোষণা না করেই ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিষয়টি নিয়ে আগামীতে যখন চর্চা করা হবে তখন উঠে আসবে সুপ্রিম কোর্টের ভূমিকাও, বিশেষ করে শেষ চার প্রধান বিচারপতি ভূমিকা।
২৯শে জুন তিনি টুইটারে মন্তব্য করেন যে মাস্ক ও হেলমেট ছাড়াই এক বিজেপি নেতার ৫০ লক্ষ টাকার মোটরসাইকেলে চড়ে প্রধান বিচারপতি নাগপুরের রাজভবনে গেলেন এমন একটা সময় যখন ন্যায়বিচার পাওয়া মৌলিক অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করে তিনি সর্বোচ্চ আদালতকে লক ডাউন অবস্থায় রেখে দিয়েছেন।
আরও পড়ুন:এনসিইআরটি পাঠক্রমের অন্তর্ভুক্ত কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ
এই দুই টুইটের পরিপ্রেক্ষিতে মাহেক মহেশ্বরী নামক এক আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে বুধবার দেশের সর্বোচ্চ আদালতের জাস্টিস অরুণ মিশ্র, জাস্টিস বিআর গাবাই ও জাস্টিস কৃষ্ণ মুরারির বেঞ্চ এই নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584