নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
পুরীর রথযাত্রাতেও বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস। এবার জগন্নাথধামে হবে না রথযাত্রা। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোনোভাবে রথযাত্রা করতে পারবে না মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি রথযাত্রা সংক্রান্ত কোনও অনুমতি দিতে পারবে না রাজ্য সরকারও।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। উল্লেখ্য, পরবর্তী পরিস্থিতিতে এবার ভক্তদের বাদ দিয়ে বাছাই করা সোবায়েত আর নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে রথ বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ আনলকের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে, লকডাউনের গুজব উড়িয়ে বললেন প্রধানমন্ত্রী
পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে গুনদিচা মন্দির (জগন্নাথদেবের মাসির বাড়ি) পর্যন্ত এই রথযাত্রার সময় কোনও ভক্তকে রাখা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। টিভির পর্দায় লাইভ টেলিকাস্টের মাধ্যমে ভক্তদের রথ দর্শন করানোর সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। এরপরই পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে শীর্ষ আদালত। ফলে রথযাত্রা সংক্রান্ত সব পরিকল্পনাই বাতিল হয়ে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584