নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আইনজীবী প্রশান্ত ভূষণের আদালত অবমাননার রায় দান আপাতত স্থগিত রাখলো সুপ্রীম কোর্ট। বিচারপতি শ্রী অরুণ মিশ্র’র নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বলেন, আদালত সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় কিন্তু আদালতের সমালোচনা করার সময় কোনো বিচারপতিকে বিশেষভাবে উল্লেখ করার উদ্দেশ্য থাকা উচিত নয়।
“আমরা আদালতের সমালোচনা করতেই পারি, আদালত সমালোচনাকে স্বাগত জানায় কিন্তু সমালোচনার পর নিজেদের রক্ষা করার উদ্দেশ্যে সংবাদমাধ্যমের কাছে যেতে পারিনা। আমরা যে শপথ নিয়েছি তার কাছে আমরা দায়বদ্ধ।”, বলেন বিচারপতি শ্রী মিশ্র।
আরও পড়ুনঃ নতুন বেঞ্চে প্রশান্ত ভূষণের ২০০৯ সালে আদালত অবমাননার শুনানি
বিচারপতি মিশ্র আরও বলেন যে, আইনজীবী এবং বিচারপতিরা সকলেই একই প্রতিষ্ঠানের অংশ। সেই প্রতিষ্ঠানের সম্মানরক্ষার্থে দুই পক্ষেরই সম্মিলিত দায়িত্ব আছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584