ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
গত ৫ই মার্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে, জাস্টিস বিআর গাভাই ও জাস্টিস সূর্য কান্তের বেঞ্চ ২০১৭ সালে অনুষ্ঠিত স্টাফ সিলেকশন কমিশন (SSC) ও কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ২(CGL) পরীক্ষার রেজাল্ট বাতিল করার আবেদন প্রত্যাখ্যান করে।
২০১৭ সালে অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রায় সারা দেশের দেড় লক্ষ পরীক্ষার্থী আবেদন করে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, ডিপার্টমেন্ট ও সংস্থায় চাকরির জন্য। ঐ দুই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। পরে এসএসসি কর্তৃপক্ষ সিবিআই তদন্তেরও সুপারিশ করে।
গত বছর ৩১ আগস্ট আদালত এসএসসি(SSC) এবং সিজিএল(CGL) এর ফল প্রকাশ ও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারী লেভেল (CHSL) পরীক্ষা আটকে দেয়। আদালত সেই সময়ই বলে যে পুরো পরীক্ষা প্রণালীটাই ‘দাগি’ ছিল। তবে পরের দিকে চূড়ান্ত নির্দেশ মেনে নেওয়ার শর্তে আদালত ফল প্রকাশ ও পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়। একটি তদন্ত কমিটিও গঠিত হয়। সংবাদ সংস্থা লাইভ ল্য সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্ট গত শুনানিতে সেই কমিটির সুপারিশ উল্লেখ করে মন্তব্য করে যে কমিটির রিপোর্টে কোথাও পুরো পরীক্ষা পদ্ধতিতেকে ‘দাগি’ বলা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584