ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধন করে ‘ইন্ডিয়া’ নামটি পাল্টে ‘ভারত’ করার আবেদনে হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ শুনানিতে জানায় যে এরকম নাম পরিবর্তন করার আবেদনের ভিত্তিতে তারা কেন্দ্র সরকারকে কোনো নির্দেশ দিতে পারবে না।
ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারার প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন,”আমরা ওটা করতে পারবোনা, সংবিধানে ইন্ডিয়াকে ভারত বলে উল্লেখিত রয়েছে।”
নমঃ নামক আবেদনকারীর হয়ে সওয়ালকারী আইনজীবী অশ্মীন বৈশ আদালতের সামনে দাবি করেন যে ইন্ডিয়া কথাটি গ্রিক শব্দ ‘ইন্ডিকা’ থেকে এসেছে। অন্যদিকে ‘ভারত মাতা কি জয়’ প্রমূখ স্লোগান ইতিহাস ঘাটলে ভারত নামের ভুরি ভুরি উদাহরণ পাওয়া যায়।
তার পরেও সুপ্রিম কোর্ট এ ব্যাপারে হস্তক্ষেপ করতে না চাইলে আবেদনকারীর আইনজীবী কেন্দ্র সরকারের কাছে এই আবেদনের রিপ্রেজেন্টেশনের অনুরোধ করে অনুমতি চান আদালতের কাছে ।
আদালত মামলাটিকে খারিজ করে দিয়ে লিখিত আবেদনটিকে নির্দিষ্ট মন্ত্রকে নিবেদন(রিপ্রেজেন্টেশন) হিসাবে পাঠানোর নির্দেশ দেয়।
আবেদনকারীর বক্তব্য ছিল যে ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে দেশবাসী ঔপনিবেশিক ইংরেজি ‘ইন্ডিয়া’ নাম থেকে মুক্তি পাবে।আবেদনকারীর মতে ‘ইন্ডিয়া’ নামটি দাসত্বের প্রতীক। তাই তিনি শীর্ষ আদালতকে আবেদন করেন কেন্দ্র সরকারকে সঠিক নির্দেশনা দানের জন্য, যাতে করে সরকার ভারতীয় সংবিধানের ১ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে দেশের নাম ‘ভারত’ রাখতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584