কাশ্মীর ইস্যুতে কেন্দ্রের উপর ভরসা রাখার নির্দেশ সুপ্রিমকোর্টের

0
40

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

গত ৪ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে কোন রকম বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্র সরকার কাশ্মীরে ১৪৪ ধারা জারি করে জম্মু-কাশ্মীরকে বিশেষ নিরাপত্তায় রেখেছে।

SC request have faith on central government
সংবাদ চিত্র

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বন্দি করে রাখা হয়েছে। এই নিয়ে এক সমাজকর্মী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার রায় দিয়ে সুপ্রিমকোর্ট’ জানিয়েছে কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রকে সময় দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে ,”আমরা সবাই চাই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব নয়। এবিষয়ে সরকারের উপর আমাদের ভরসা রাখতেই হবে।”

আরও পড়ুনঃ অবৈধ বালি খাদানের সাথে যুক্তদের পাশে দল নেই – শুভেন্দু

কাশ্মীরে বিশেষ মর্যাদার ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা বাতিল করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এই স্পর্শকাতর বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলের বিভিন্ন দেশ বিভিন্ন কূটনৈতিক মতবাদ পোষণ করেছে।

দেশের অভ্যন্তরে লোকসভায় এ নিয়ে জোর সোরগোল পড়ে ছিল। অনেক যুক্তি তর্ক এবং আলোচনার পরে স্বরাষ্ট্রমন্ত্রক কাশ্মীর প্রসঙ্গে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here