কেন চালু হয়নি আয়ুষ্মান? বাংলা-সহ ৪ রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিস

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে নজেহাল জনজীবন। ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যেও জনসাধারণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করা হয়নি কেন? এই প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

দিল্লি, তেলেঙ্গানা ও ওড়িশার কাছে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু না করার কারণ জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। এ নিয়ে পরবর্তী শুনানি সপ্তাহ দুয়েক পর।

জনস্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত যোজনা’। এই প্রকল্পে দেশের নিম্নবিত্ত ৫০ কোটি মানুষের জন্য বার্ষিক ৬৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

আরও পড়ুনঃ করোনা বিদায় নিয়েছে, বিজেপিকে আটকাতেই লকডাউন করছেন দিদিমণিঃ দিলীপ ঘোষ

এই প্রকল্পের আওতায় সাম্প্রতিক মহামারী সংকট অর্থাৎ কোভিড সংক্রান্ত পরীক্ষা থেকে চিকিৎসা-সব পরিষেবাই পাওয়া যাবে। কিন্তু করোনা পরিস্থিতিতেও বেশ কয়েকটি রাজ্যে এই প্রকল্প চালু হয়নি। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের দাবি, এ রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’-এর তুলনায় অনেক বেশি কার্যকরী। এছাড়া এ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান আমজনতা, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, সকলেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এ রাজ্যে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করার কোনও যুক্তি নেই।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ু সেনায় রাফালের অন্তর্ভুক্তি

একইভাবে তেলেঙ্গানার কেসিআর প্রশাসন, দিল্লির কেজরিওয়াল প্রশাসন এবং ওড়িশার নবীন পট্টনায়েক প্রশাসনও নিজেদের রাজ্যে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু করেনি। প্রসঙ্গত, এই চার রাজ্যই বিরোধীদের দখলে। এ নিয়ে পেরালা শেখর রাও নামে জনৈক ব্যক্তি শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

শুনানিতে আবেদনকারীর আইনজীবী হিতেন্দ্র রথ অভিযোগ করে বলেন, ”এই প্রকল্পের সুবিধা না থাকায় এবং সরকারি হাসপাতালগুলোয় উপযুক্ত পরিকাঠামোর অভাবে মধ্যবিত্ত মানুষজন কোভিড চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে গিয়ে অতিরিক্ত ব্যয় করতে বাধ্য হচ্ছেন। তাই আবেদনকারী চান, আয়ুষ্মান ভারত এমনভাবে চালু হোক, যাতে প্রয়োজনে মানুষ এই যোজনার সুবিধা নিতে পারেন।”

এরপরই প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গ-সহ এই চার রাজ্যকে এখনও পর্যন্ত ‘আয়ুষ্মান ভারত যোজনা’ চালু না করার কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here