আপাতত ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুনানি, দু সপ্তাহ বাদে ফের পর্যালোচনা

0
55

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

নিজস্ব চিত্র

সশরীরে উপস্থিত থেকে শুনানি এখনই শুরু হচ্ছে না শীর্ষ আদালতে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিল বিচারপতিদের দিয়ে তৈরি করা কমিটি। সেই কমিটির মতামত অনুযায়ী আদালত চত্বরে এখনও করোনা ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাই আপাতত ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির পক্ষে সওয়াল করেছে এই কমিটি। দু সপ্তাহ পরে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

৭ বিচারপতির ওই কমিটির গত ২৪শে জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।২৪ শে জুলাই বিকেল ৪:৩০ এ জাস্টিস এনভি রামান্নার নেতৃত্বাধীন কমিটি সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ও বার কনসিল অফ ইন্ডিয়া চেয়ারপারসনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর স্বীকার করে নেন যে সশরীরে শুনানি না হওয়ায় আইনজীবীদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার পর আইনজীবী বিচারপতি ও স্টাফেদের নিরাপত্তার কথা ভেবে ওই কমিটি আপাতত আরও দুই সপ্তাহ পর স্বশরীরে শুনানির সিদ্ধান্ত পর্যালোচনা করার কথা ঘোষণা করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here