নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার মারুকচকগ্রামের একাধিক আদিবাসী পরিবার। অভিযোগ কয়েক মাস ধরে গ্রামের একমাত্র পানীয় জলের টিউবওয়েলটি খারাপ হয়ে পড়ে রয়েছে।
বারবার স্থানীয় ব্লক প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। দূর থেকে স্বজলধারা পানীয় জল আসলেও তাও আবার অধিকাংশ দিন পাওয়া যায়নি। দ্রুত টিউবওয়েল মেরামতের দাবি এলাকাবাসীর। বৃহস্পতিবার ওই গ্রামের আদিবাসী পরিবার গুলি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে ওই গ্রামে থাকা একমাত্র টিউবওয়েল টিকে দ্রুত সারানোর দাবি জানান।
আরও পড়ুনঃ প্রাপ্য রেশনের চাল না দেওয়ার অভিযোগে গ্রেফতার রেশন ডিলার
করোনা ভাইরাসের কারণে লক ডাউন চলছে।যার ফলে গৃহবন্দি রয়েছেন গ্রামবাসীরা। ঠিক সেই সময় ওই গ্রামে পানীয় জলের সংকট দেখা দেওয়ায় গ্রাম বাসীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584