অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ইতিমধ্যে ভারত সফরে এসেছে টিম ইংল্যান্ড। এবার ইসিবির তরফে (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) আগামী আগস্ট মাসে ভারত যে সিরিজ খেলতে যাবে সেই পাঁচ টেস্টের সিরিজ ঘোষনা করা হল।
৪ অগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড-ভারত প্রথম টেস্ট। শেষ টেস্ট খেলা হবে ১০ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং, মোট ১ মাস ১০ দিন ধরে চলবে কোহলিদের ইংল্যান্ড সফর। প্রথম টেস্টে খেলা হবে ট্রেন্ট ব্রিজে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে। পরের তিনটি টেস্ট খেলা হবে যথাক্রমে হেডিংলে, ওভাল ও ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ভারত ও ইংল্যান্ড সিরিজ। প্রসঙ্গত, ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে শেষ বার ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিতে ফেরে ভারতীয় দল।
ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজের সূচিঃ
৪-৮ অগস্ট: প্রথম টেস্ট (ট্রেন্ট ব্রিজ)
১২-১৬ অগস্ট: দ্বিতীয় টেস্ট (লর্ডস)
২৫-২৯ অগস্ট: তৃতীয় টেস্ট (হেডিংলে)
২-৬ সেপ্টেম্বর: চতুর্থ টেস্ট (ওভাল)
১০-১৪ সেপ্টেম্বর: পঞ্চম টেস্ট (ওল্ড ট্র্যাফোর্ড)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584