স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু, চালু হল ২০২১ মাধ্যমিক পরীক্ষা এনরোলমেন্ট ফর্ম ফিলাপ

0
150

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ভ্যাকসিন না এলে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেনা স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু এসবের মধ্যেই বুধবার স্কুলে শুরু হল আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। আর তার জেরেই শহরের বিভিন্ন স্কুলে এদিন সকাল থেকেই লাইন দিতে শুরু করলেন অভিভাবকরা।

School students | newsfront.co
প্রতীকী চিত্র

ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া হবে। ১১ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে লটারি হবে। একই মাসের ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। সরকারি নিয়মে ভর্তির ফর্মের জন্য কোনও ফি নিতে পারবে না স্কুলগুলি। ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা হবে না। পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউ নেওয়া যাবে না।

আরও পড়ুনঃ নাইসেডে কো ভ্যাকসিনের ট্রায়ালে পুরমন্ত্রী

পাশাপাশি আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনরোলমেন্ট ফর্ম বিলিও শুরু করছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনরোলমেন্ট ফর্ম ক্যাম্প অফিস থেকে করা হবে। প্রতিটি স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ আদালত রায় দিলে ১০ দিনের মধ্যে নিয়োগ, চাকরিপ্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

রেগুলার পরীক্ষার্থীদের জন্য ফর্ম এ এবং সিসি-র জন্য ফর্ম বি পাওয়া যাবে। এই ক্যাম্পের মাধ্যমেই বর্তমানে নবম শ্রেণির পাঠরত পড়ুয়াদের পূরণ করা রেজিস্ট্রেশন ফর্মও জমা দিতে পারা যাবে। এরপরে এই একই পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম ফিলাপ করা হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here