বালুরঘাটে এক শিক্ষা প্রতিষ্ঠানে তিন লক্ষাধিক টাকার ভুতুড়ে ইলেকট্রিক বিল, সমস্যায় স্কুল কর্তৃপক্ষ

0
109

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

শিক্ষা প্রতিষ্ঠানে ভুতুড়ে ইলেকট্রিক বিল। বালুরঘাট নদীপার নরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন শিক্ষকেরা। ভুতুড়ে বিল জমা না দেওয়ায় কেটে দেওয়া হয়েছে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ, সমস্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

nadipar high school | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে পড়ে রয়েছে বিদ্যালয়ের বিদ্যুতের মিটার। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাই মিটার খারাপ লিখিত ভাবে জানিয়ে দিয়েছে। এরপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ এর বিল দেওয়ার জন্য নিজেই দপ্তরে আবেদন জানায়। নতুন বিদ্যুৎ বিল হাতে পেয়ে আঁতকে উঠে বিদ্যালয় কর্তৃপক্ষ।

miter board | newsfront.co
নিজস্ব চিত্র

মিটার খারাপ থাকা সত্ত্বেও বিদ্যালয়ের ইলেকট্রিক বিল এসেছে ৩৪৪৬৩৪ টাকা। এত টাকার বিদ্যুৎ বিল দেখে অবাক বিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে বিদ্যালয়, ব্যবহার হয় না বিদ্যুৎ। অথচ হঠাৎ ভুতুড়ে লক্ষাধিক টাকার বিল আসায় সমস্যা পড়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি বিল না দেওয়ায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ।

আরও পড়ুনঃ আমাদের ভবিষ্যৎ কোথায়..? অভিনব প্রতিবাদে প্রশ্ন মেদিনীপুর পুরসভার অস্থায়ী কর্মীদের

আগামী ৩১ জানুয়ারি সারা রাজ্যে রয়েছে টেট পরীক্ষা। এই বিদ্যালয়ে পরীক্ষার সেন্টার পড়েছে। বিদ্যুৎ বিহীন অবস্থায় কিভাবে পরীক্ষা নেওয়া হবে সে নিয়ম দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার লাহা জানিয়েছেন এত বিল আসায় তিনি হতবাক।

বিদ্যুৎ দপ্তর জানিয়েছে মিটার নষ্ট অথচ তারাই তিন লক্ষাধিক টাকার বেশি বিল পাঠিয়েছে। এ বিষয়ে আমি জেলাশাসক ও স্কুল পরিদর্শক কে জানিয়েছি। বিদ্যালয়ের পক্ষে এত টাকা ইলেকট্রিক বিল মেটানো সম্ভব নয় বলে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here