স্কুল-কলেজ, অফিস খোলার অনুমতি দিল বিহার সরকার

0
55

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতির জেরে বিহারে লকডাউন জারি করেছিল বিহার সরকার। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে গত এক মাস ধরেই ধাপে ধাপে লকডাউন বিধি তুলছে বিহার সরকার। এতদিন সন্ধ্যে ৭টা পর্যন্ত জরুরি এবং অ-জরুরি পরিষেবা খোলা রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর সোমবার রাজ্যে বিধি-নিষেধ আরও শিথিল করলো বিহার সরকার।

Bihar Unlock
সৌজন্যেঃ ইন্ডিয়া টিভি

রাজ্যে অফিস, স্কুল-কলেজ খোলার অনুমতি দিল সরকার। টুইটারে এমনটাই ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস খোলার অনুমতি দেওয়া হল। তবে যাঁরা টিকা নিয়েছেন, শুধুমাত্র তাঁদের নিয়েই অফিসের কাজকর্ম করা যাবে।

আরও পড়ুনঃ ভয়াবহ! প্রয়োগ হচ্ছে বাতিল হয়ে যাওয়া ৬৬(ক) আইনঃ সুপ্রীম কোর্ট

শুধু তাই নয়, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। এদিন তিনি আরও জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের জন্য টিকাকরণের ব্যবস্থা করবে সরকার।’

আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

এছাড়াও রেস্তরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ মানুষই রেস্তরাঁয় প্রবেশ করতে পারবেন। তার বেশি মানুষকে রেস্তরাঁয় প্রবেশ করতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here